Site icon Trickbd.com

যেভাবে কোন একটি লোডের জন্য রেজিস্টেন্স নির্ণয় করবেন।

Unnamed

আসসালামুয়ালাইকুম।কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন।পোস্টের টাইটেল দেখে হয়তো বুঝে গেছেন আজকে একটি ছোট খাট বৈদ্যুতিক সার্কিট নিয়ে আলোচনা করবো।
বর্তমান যুগে আমাদের সবারই প্রায় বৈদ্যুতিক খেলনা বা যন্ত্রে কৌতুহল আছে।এই যন্ত্রাংশই আধুনিক বিশ্বের ভিক্তিস্বরুপ।
ফোটা ফোটা পানি দিয়ে যেমন সমুদ্র গঠিত।ঠিক তেমনি যেগুলো আমাদের কাছে ক্ষুদ্রজ্ঞান চীন রাষ্ট সেই ক্ষুদ্র বিষয়াবলিকে অধিক গুরুত্ব দিয়ে পানির ফোটার ন্যায় এক প্রযুক্তির সমুদ্র তৈরি করেছে।
তো আসল কথা হলো আমরা যখন কোন খেলনাতে বা বৈদ্যুতিক যন্ত্রে LED লাইট পাই এবং কোন ব্যাটারীর সাথে সংযুক্ত করলে মাঝে মাঝে অধিক বিদ্যুত প্রবাহের ফলে লাইটটা কেটে যায়,এমতাবস্থায় না বুঝে রেজিস্টর লাগালে সঠিক আলো পাওয়া যায় না।
তাই যেভাবে রোধকের মান বের করবেন:
১.LED টির বিভব পার্থক্য বা ভোল্ট জানতে হবে।
২.LED টি কতটুকু বিদ্যুত বা কারেন্ট গ্রহণ করে তা জানতে হবে।২ভোল্টের লাইটগুলো সাধারণত ১৫-৩০ মিলি এ্যাম্পিয়ারের হয়ে থাকে।
যেহেতু,V×I=P
তাই,I=P/V

ওয়াট এবং ভোল্ট জানা থাকলে কারেন্ট নির্ণয় করা যাবে।কারেন্ট এর একক যেহেতু এ্যাম্পিয়ার তাই মিলিএ্যাম্পিয়ারকে ১০০০ দিয়ে ভাগ করে এ্যাম্পিয়ার করতে হবে।
৩.ব্যাটারীর বা উৎসের ভোল্ট।
আসল সূত্রঃ

ধরি,১২ভোল্টের ব্যাটারি দিয়ে ৩টি ২ভোল্টের লাইট জালাবো,LEDগুলো ২০মিলিএ্যাম্প কারেন্ট নেয়।
সমাধান,
আমরা জানি,
R=(ব্যাটারির ভোল্ট – লাইটের ভোল্ট)/লাইটের বিদ্যুৎ প্রবাহের মান

এখন, R=(১২-২)/০.০২=৫০০ ওহম।যদি ৫০০ ওহ্ম এর রেজিস্টর পাওয়া যায় তবে এর কাছাকাছি মানের রেজিস্টর যেমন ৫৬০ কিলোওহম ব্যবহার করুন।

আরেকটি পদ্ধতি হল, ৩টি লাইটকে সিরিজ সংজোক করলে,
R=১২ – (২+২+২) / ০.০২= ৩০০ ওহম।

এভাবে আমরা যেকোন ডিসি ভোল্টে কম মানের লাইট জালাতে পারব।
আরও দেখুন দেখে নিন ১০টি সাধারণ ইলেকট্রিকাল ওয়্যার জয়েন্ট।

ফ্রি বিদ্যুত কি আসলেই সত্য? নাকি মিথ্যা
নিয়ে নিন মজার সব ইলেকট্রনিকস প্রজেক্ট আর চমকে দিন সবাইকে।পর্ব-১

ধন্যবাদ এতক্ষণ পোস্ট টি পড়ার জন্য।

Exit mobile version