Site icon Trickbd.com

স্মার্ট টিভিতে App install করা শিখে নিন খুব সহজেই

Unnamed

কীভাবে স্মার্ট বা এন্ড্রয়েড টিভিতে App install করবেন?? (টিউটোরিয়াল টিপস)

Android টিভিতে অ্যাপ ইন্সটল সম্পর্কে অনেকের অনেক প্রশ্ন থাকে । অনেকে ভাবে লিংক থেকে হয়তো ডাউনলোড করা যায় । আসলে তা নয় । টিভির নিজস্ব স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে নিতে হয় । তো একটি অ্যাপ ডাউনলোড করে দেখিয়ে দিব আজকের আর্টিকেলে । তো চলুন টিভিতে ফেসবুক অ্যাপ ডাউনলোড করা শিখে নেওয়া যাক ।

Downloading Facebook app on Smart tv (part by part)

১। প্রথমে রিমোটের মাধ্যমে আপনি টিভির Android সিস্টেমেটিক পেজে চলে যান এবং App store অপশনে ক্লিক করুন ।

২। এখন রিমোটের সাহায্যে অ্যাপ স্টোরটির হোম পেজ থেকে সার্চ অপশনে চলে যান ।

৩। আপনার পছন্দের অ্যাপের নামটি সার্চ দিন । যেমন Facebook । অ্যাপটির আইকনে ক্লিক করুন ।

৪। তারপর ডাউনলোড অপশনে ক্লিক করুন । ডাউনলোড শুরু হবে । তারপর ইন্সটল হবে । তারপর আমরা ওপেন অপশনে ক্লিক করব ।


৫। ওপেন অপশনে ক্লিক করলেই অ্যাপ খুলে যাবে ।

৬। এবার নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে ফেসবুক অ্যাপটিতে লগ ইন করবেন । মনে রাখবেন, ফেসবুক অ্যাপ ব্যবহার করতে অবশ্যয় রিমোটের মাউস পয়েন্টার অন করে রাখবেন । আর নাম্বার লেখার অপশনে ক্লিক করার পর যদি কিবোর্ড না আসে তা হলে লগইনে আগে ক্লিক করে নিবেন । তো এখন ব্যবহার করুন নিজের ফেসবুক আইডি স্মার্ট টিভিতে ।

এভাবে অন্যান্য সকল অ্যাপ যেগুলো অ্যাপ স্টোরে আছে সেগুলো এই নিয়মে ব্যবহার করতে পারবেন । আপনার ইন্সটল করা সকল অ্যাপ হোম পেজে থাকা Apps নামক Software এ দেখতে পাবেন । কোন প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন । উত্তর দেওয়ার চেষ্টা করব ।