Site icon Trickbd.com

এক ক্লিকে facebook এর প্রোফাইলের যাবতীয় সবকিছু Download করে নিন

Unnamed

ফেসবুকের অ্যাকাউন্ট যদি বেদখল (হ্যাকড) হয় বা কোনো কারণে নষ্ট হয়ে যায়, তবে ফেসবুকে থাকা আপনার তথ্যগুলো নামিয়ে নিতে পারেন। ফেসবুকের তথ্যগুলো কম্পিউটারে রাখার জন্য লগ-ইন করে ওপরে ডান পাশের অ্যারোতে ক্লিক করুন। এরপর Settings-এ ক্লিক করুন। এখন সবার নিচে Download a copy-তে ক্লিক করুন।

নতুন পেজ এলে Start My Archive-এ ক্লিক করুন। নতুন করে আবার পাসওয়ার্ড দিতে বললে পাসওয়ার্ড দিন। আবার Start My Archive বাটনে ক্লিক করুন। এখন আপনার ফেসবুক অ্যাকাউন্টের একটি ডাউনলোড কপি তৈরি হতে থাকবে। ডাউনলোড কপি তৈরি হয়ে গেলে আপনার ই-মেইল ঠিকানায় একটি মেইল যাবে।
তারপর আবার ওপরে ডান পাশের অ্যারোতে ক্লিক করে Settings-এ ক্লিক করুন। এখন সবার নিচে Download a copy-তে ক্লিক করুন। নতুন পেজ এলে Download Archive-এ ক্লিক করলে আপনার ফেসবুকের ‘ব্যাকআপ প্রোফাইল’ নেমে যাবে। নামানো সম্পন্ন হওয়ার পর জিপ ফাইলটি আনজিপ করুন। এখন index ফাইলটি খুললে আপনার ফেসবুকের পুরো প্রোফাইল (ছবি, ওয়াল, মেসেজ, ফ্রেন্ড ইত্যাদি) দেখতে পাবেন।
Exit mobile version