ফেসবুকের অ্যাকাউন্ট যদি বেদখল (হ্যাকড) হয় বা কোনো কারণে নষ্ট হয়ে যায়, তবে ফেসবুকে থাকা আপনার তথ্যগুলো নামিয়ে নিতে পারেন। ফেসবুকের তথ্যগুলো কম্পিউটারে রাখার জন্য লগ-ইন করে ওপরে ডান পাশের অ্যারোতে ক্লিক করুন। এরপর Settings-এ ক্লিক করুন। এখন সবার নিচে Download a copy-তে ক্লিক করুন।
তারপর আবার ওপরে ডান পাশের অ্যারোতে ক্লিক করে Settings-এ ক্লিক করুন। এখন সবার নিচে Download a copy-তে ক্লিক করুন। নতুন পেজ এলে Download Archive-এ ক্লিক করলে আপনার ফেসবুকের ‘ব্যাকআপ প্রোফাইল’ নেমে যাবে। নামানো সম্পন্ন হওয়ার পর জিপ ফাইলটি আনজিপ করুন। এখন index ফাইলটি খুললে আপনার ফেসবুকের পুরো প্রোফাইল (ছবি, ওয়াল, মেসেজ, ফ্রেন্ড ইত্যাদি) দেখতে পাবেন।