Site icon Trickbd.com

হাত বাড়ালেই আর ফেসবুকে বন্ধু পাওয়া সহজ হবে না

Unnamed

পচ্ছন্দ হলেই কি বাড়িতে কড়া নাড়বেন, সত্যিই বিরক্তকর? ফেসবুকে অচেনা মানুষের কাছ থেকে অযথা মেসেজ মাঝেরমধ্যে বিরক্তি তো করেই স্প্যাম ডিলিট করতে হিমশিম খেতে হয়। এর থেকে রেহাই পেতে ফেসবুক নিয়ে আসছে বিশেষ ফিচার। বন্ধু নয় এমন ফেসবুক প্রোফাইলে মেসেজ করলে অনুমতি নিতে হবে।

চমকালেন না হাঁফ ছেড়ে বাঁচলেন? হ্যাঁ দুই ধর্মী মানুষদের বলা এখন থেকে আপনার বন্ধু এমন প্রোফাইলের মেসেজ সরাসরি ইনবক্সে এসে পৌঁছাবে। আরা যারা আপনার প্রোফাইলের সঙ্গে কোনোভাবে সম্পর্ক নেই এমন ব্যক্তির বার্তা দুয়ারে ওয়েট করবে। অর্থাত, ‘আদার’ ফোল্ডারে না গিয়ে ‘মেসেজ রিকোয়েস্ট’ হিসবে ফেসবুক মেসেঞ্জারের ওপরে দেখানো হবে। সেখানে অপরিচিত ব্যক্তির নাম, ঠিকানা, মিউচিয়াল ফ্রেন্ডের নাম সব দেখাবে। আপনার ইচ্ছা হলে তার বন্ধুত্ব গ্রহণ করবেন না হলে ফিরিয়ে দেবেন।
২৭ অক্টোবর ফেসবুক এই ফিচার আনার ঘোষণা করে। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, ফেসবুক ব্যবহারকারীর ভোগান্তি দূর করার জন্য এই পদক্ষেপ। তবে এই পরিবর্তন কারোর পৌষমাস কারোর সর্বনাশ দুটোই হতেই পারে বলে মনে করছে ফেসবুকপ্রেমীরা।
Exit mobile version