ইতোপূর্বে ফেইসবুকের পক্ষ থেকে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপনের মাধ্যমে মুনাফার পরিমাণ বাড়ানোর পরিকল্পনার কথা বলা হলেও তা নিয়ে বিনিয়োগকারীদের মনে সন্দেহ ছিল। এ অবস্থায় লাভের পরিমাণ বাড়াটা বিনিয়োগকারীদের জন্য সুসংবাদ হয়ে এসেছে বলে জানিয়েছে বিবিসি।
বিবিসি জানিয়েছে, ফেইসবুকে সক্রিয় থাকেন এমন ব্যক্তির সংখ্যা প্রতি মাসে বেড়ে চলেছে বলে বিজ্ঞাপনদাতাদের জন্য ফেইসবুক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে।
নিজেদের সাইটে তুলনামূলক ক্ষুদ্র-ব্যবসা সংক্রান্ত বিজ্ঞাপনের পরিমাণ ও আগের চেয়ে বাড়িয়েছে ফেইসবুক। সম্প্রতি কম খরচে নিজেদের পণ্য নিয়ে ভিডিও ফেইসবুকে প্রকাশ করতে বিজ্ঞাপনদাতাদের জন্য নতুন ফিচার উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।
এছাড়া উন্নয়নশীল দেশগুলোতে ফেইসবুকের ব্যবহার বৃদ্ধি করতেও সচেষ্ট হয়েছে প্রতিষ্ঠানটি। চলতি বছরের সেপ্টেম্বরের হিসেব অনুযায়ী মোবাইলে ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা ২৭ শতাংশ বেড়ে ৮৯.৪ কোটি ছাড়িয়েছে।
এছাড়া ২০১৬ সালের শেষ নাগাদ অকুলাস টেকনোলজির কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছে ফেইসবুক। ইতোপূর্বে ২০১৪ সালে ২০০ কোটি ডলারের বিনিময়ে ভার্চুয়াল রিয়েলিটি কোম্পানি অকুলাস রিফট কিনে নেয় প্রতিষ্ঠানটি।