।।ফেসবুক সিঙেল নেম করতে চান?? তাহলে এই পোষ্টটি আপনার জন্যই।।



 

সম্পূর্ণ পোষ্ট না পড়ে কিছু করবেন না।

ফেসবুক! বর্তমান সময়ে কে না ইউজ করে।আর ফেসবুক নেম টা যদি সিঙেল হয় তাইলে ভাবটা কেমন জানি আরো বেড়ে যায়।তাই আপনাদের জন্য সহজ পদ্ধতিটা আজ সেয়ার করবো।


 

এই পদ্ধতিতে প্রথমে লাগবে একটি অ্যাপ।

অ্যাপ নেম:- One Click Vpn.apk

তবে যেকোন VPN অ্যাপ দিয়েই কাজ হবে।


 

।।যা যা করতে হবে।।



 

 

১। প্রথমে নিচের এই লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করুন।

 

২। যে আইডি সিঙেল করতে চান সেইটা লগিন করুন।

 

৩। ফোনের ডিফল্ট ব্রাউজার থেকে ফেসবুকে ঢুকে নিচে দেখুন ল্যাংগুয়েজ সেটিং থেকে, ল্যাংগুয়েজ Bahasa Indonesia করে দিন।এবং ফেসবুক থেকে বের হয়ে আসুন।

 

৪। Vpn অ্যাপটি ওপেন করুন।

 

৫। দেখুন অনেকগুলো দেশের নাম এবং পতাকা শো করতেছে।সেখান থেকে Indonesia সেলেক্ট করে কানেক্ট করুন।

 

৬। আবার ফেসবুকে যান এবং সেটিং থেকে নেম তারপর ফাস্ট নেম দিন,মেডেল নেম এবং লাস্ট নেমের ঘর ফাকা রাখুন।সবার নিচে ফাকা বক্সে পাসওয়ার্ড দিয়ে সেভ করুন।

 

৭। এবার Vpn ডিস্কানেক্ট করে ফেসবুক ল্যাংগুয়েজ চেইঞ্জ করে দিন।

 

হয়ে গেলো সিঙেল নেম।


 

আপনাদের সুবিধার জন্য নিচে স্ক্রিন সর্ট দেয়া হলো।

IMG_20151007_213615

IMG_20151007_213659

IMG_20151007_213727

IMG_20151007_213806

IMG_20151007_213832

IMG_20151007_213857



 

বাংলা ও ইংরেজি উভয় নাম সিঙেল করতে পারবেন।

(বিঃদ্রঃ যদি কানেক্ট নিতে সমস্যা করে তাহলে নিচে দেখবেন Indonesia প্রক্সি আরো আছে সেগুলো তে ট্রাই করবেন।

সব কিছু নিজ দায়ীত্বে করুন।নাম দেয়ার আগে নিচের বক্স গুলো খেয়াল করুন ফাকা যেন থাকে।

আমি নিজে করছি কম করে হলেও ৫০ টা আইডি।১০০% কাজ করে)

 



 

ফোন থেকে অ্যাপ ডাউনলোডের জন্য ফোনের ডিফল্ট ব্রাউজার বা Uc ব্রাউজার ব্যাবহার করবেন।তারপর  ক্লিক করবেন।অন্য কোন পেজে গেলে ব্যাক করে আগের পেজে এসে Create Download link ক্লিক করুন।কোন সমস্যার সম্মুখীন হলে কমেন্ট করে জানাবেন।

Untitled



 

 

পোষ্টটি সর্বপ্রথম আমার পেজে প্রকাশিত।তাই অনেকেই হয়তো কপি পেষ্ট করে পোষ্ট করে থাকতে পারেন।

আমার সাইট



 

 

 

©Sykot Ovi

 

12 thoughts on "পৃথিবীর সবচেয়ে সহজ নিয়মে ফেসবুক সিঙেল নেম করুন আপনার এন্ড্রোয়েট ফোন দিয়ে।।"

  1. sajjad sabbir Contributor says:
    what a awesome information….
    1. Sykot Author Post Creator says:
      ধন্যবাদ ব্রো।পাশেই থাকবেন।
  2. Porug Contributor says:
    bhai single name korsi thanks..bt shunlam single name korle nki id hack or block hwar possibility thake?ata ki sotti nki mittha plz aktu janan
    1. Sykot Author Post Creator says:
      না।সত্য নয়।।
  3. Nironjon Contributor says:
    আম‌ি পাচ বার নাম চ‌েন্জ করছ‌ি ৷ আমি কি স‌িঙ্গ‌েল নাম করত‌ে পারব???
  4. Emdad Tafsir Contributor says:
    vai connect korar por minimize kora opera ta galaa net cole na.. disconnect korla cola..
  5. reza Contributor says:
    vai, password box আসছে না।
  6. NJ Contributor says:
    vai, uc diye kemne korbo?

Leave a Reply