ফেসবুক বন্ধ নিয়ে জল্পনা – কল্পনার শেষ নেই।
বন্ধ ফেসবুক চালানোর অনেক ট্রিকই তো দেখলাম।
VPN দিয়া ডাটা বেশি খায় এবং একটু পরপরই ডিসকানেক্টেড হয়ে যায়।
Proxy ব্রাউজার বা সাইট দিয়া Mobile ভার্শন আসেনা এবং স্পিড ½ G বললেও বেশি হবে।এছাড়াও আরো কত বাহানা। অনেকে আবার এগুলা বোঝেনওনা।
কিন্তু আমি এবার নিয়ে এলাম এমন এক সিস্টেম Facebook এর পালানোর কোন উপায় নেই। মাত্র এক ক্লিকেই 4G স্পিডে সবচাইতে কম এমবি খরচ করে ফেসবুক এর সব ভার্শন ব্যবহার করুন।
অনেক ঘাটাঘাটি করে আমার ফোনেই খুজে পেলাম একটা অতি পুরানো কিন্তু কাজের অ্যাপ UC Mini এর 1.7.04 ভার্শন।
বিঃদ্রঃ – এই ভার্শন ছাড়া UC Browser এর অন্য কোন ভার্শন দিয়া কাজ হবেনা।
প্রথমে নিচ থেকে UC Mini টা ডাউনলোড করে নিন।
এই অ্যাপটি ডাউনলোড করতে Opera Mini ছাড়া অন্য যে কোন ব্রাউজার ব্যবহার করুন। Opera Mini দিয়া ডাউনলোড হবেনা।[bdupload এ আপলোড দেওয়ার জন্য আমি আন্তরিক দুঃখিত। এটি অতি গুরুত্বপূর্ণ অ্যাপ এবং অন্য কোন সাইটে খুজে পেলাম না। ] তবে ডাউনলোড হবে 100% প্রবলেম ফ্রি।
এবার ইন্সটল দিয়ে আপনার ফেসবুক আইডিতে লগিন করুন। আর সুপারফাস্ট স্পিডে আরামচে একদম কম এমবি খরচ করে Facebook এর Mobile ভার্শন সহ সব ভার্শন ই ব্যবহার করুন।
[বিঃদ্রঃ – কাজ না করলে MB ফেরত] 🙂
এই অ্যাপটি কোন ফিশিং না। এবং 100% ওয়ার্কিং। তাই টেস্ট না করে বাজে মন্তব্য করবেননা। 😛
সাথেই থাকুন। 😀