Site icon Trickbd.com

Facebook চালান খুব সহজে কোন ঝামেলা ছাড়া New Trick 100% working

Bangladeshe অনেক দিন ধরে বন্ধ আসে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় social network Facebook বন্ধ থাকা সত্ত্বেও
আমারা অনেকেই ভিন্ন ভিন্ন পন্থাই Facebook use করতেছি নান প্রয়োজনের স্বার্থে । বাংলাদেশের সব মিডিয়া নিত্যদিন তাদের নিউজ আপডেট করছেন তাদের ফেসবুক পেজএ । আমরা অনেকে অনেক ভাবে ফেসবুক চালাইতেসি কেওবা চালাইতেছি UC Browser আবার কেওবা Proxy vpn use করে যদিও আমরা আসব পন্থা ব্যাবহার করে ফেসবুক চালাইতেছি কিন্তু স্পীড পরিমানে অনেক কম ।। আজ আমি আপনাদের সাথে এমন একটা trick share করব জার মাধ্যমে ফেসবুক চালাইতে পারবেন কোন প্রকার ঝামেলা ছাড়া শুধু মাত্র একটা ব্রাউজার আদ্দন ব্যবহার করে । আপনাদের জা জা করতে হবে
স্টেপ >>>>>>>>>>>
১। প্রথমে আপনার Google chrome Browser open করুন
২। তারপর সেটিং থেকে এক্সটেন্সান এ জান এবার নিচে থেকে Get More Extension এ click করুন ।
৩। ক্লিক করার পর আপনাকে Chrome Web Store এ নিয়ে যাওয়া হবে ।
৪। Web Store এর Search Box a GeoProxy লিখে সার্চ করুন ।
৫। তারপর নিচের ছবির মত কিছু ফলাফল দেখতে পাবেন ।


৬। ছবিতে লাল মার্ক করা GeoProxy Extension টি আপনার Google Chrome Browser এ অ্যাড করুন ।
৭। অ্যাড করার পর Google Chrome এর অ্যাড্রেসবার এ লিখুন chrome://extensions/ এবং এন্টার প্রেস করুন ।
৮। এন্টার প্রেস করার পর নিচের ছবির মত একটা পেজ আসবে ওখান থেকে GeoProxy Extension টি Enable করেদিন ।

৯।Enable করার পর Extension টি আপনার অ্যাড্রেস বার এর ডানদিকে শো করবে ।
১০। এবার GeoProxy Extension Icon টির ওপর ক্লিক করুন ক্লিক করার পর একটি popup Box আসবে ওখান থেকে Drop Down Menu থেকে বাংলাদেশ বাদে অনন্যা যে কোন দেশ সিলেক্ট করুন।
১১। সিলেক্ট করার পর সার্চ এ ক্লিক করুন ।
১২। এবার আপনি আপনার সিলেক্ট করা দেশের কত গুলু ip address দেখতে পাবেন ।
১৩। এখন আপনার পছন্দ মত যেকোন ১ টা ip address সিলেক্ট করুন।
এবার আপনি আপনার অ্যাড্রেস বার এ Facebook.com লিখে ফেসবুক browes করুন আরামসে।

বিদ্রবঃ কোন কোন Country এর সব গুলা ip address কাজ নাও করতে পারে আপনি পরবর্তী ip address chack করুন । United States এর বেশির ভাগ ip Address কাজ করে।

ফেসবুক এ আমি

Exit mobile version