Site icon Trickbd.com

ফটো ভেরিফিকেশন সমস্যা??? [সমাধান]

Unnamed

ফটো ভেরিফিকেশন সমস্যা দূর করা আমার জানা দুইটা পদ্ধতি আছে। এর মধ্যে একটা হচ্ছে জাপানিজ আইপি ব্যাবহারের মাধ্যমে..।

জাপানিজ আইপি ব্যাবহারের মাধ্যমে ঠিক করার জন্য প্রথমে আপনাকে ভাল একটা ভিপিএন সিলেক্ট করতে হবে। ভাল ভিপিএন বলতে যেই গুলা ১ – ৩ মিনিটের মধ্যে অটো ডিস্কানেক্ট হয়ে না যায়। যেমনঃ one click vpn ২- ৩ মিনিটের মাথায় অটো ডিসকানেক্ট হয়ে যায়।
আমার জানা ভাল একটা ভিপিএন হচ্ছে easy surf।

পদ্ধতিঃ প্রথমে নেট কানেক্ট অন রেখে ভিপিএন ওপেন করেন →
কান্ট্রি হিসাবে Japan সিলেক্ট করেন →
Okay

এইবার ফেইসবুকে ঢোকেন →
মেইল, পাস. দিয়া লগ ইন করেন →

যদি আইডিতে কোন নাম্বার এড করা থাকে নাম্বারে একটা কোড যাবে আর যদি কোন নাম্বার এড না থাকে একটা নাম্বার চাইবে নাম্বার দেন [এমন নাম্বার দিবেন না যেইটা আগে কোন আইডিতে ব্যাবহার হইছে] →
নাম্বারে একটা কোড যাবে কোড টা বসায় দিলেই আইডি ওপেন হয়ে যাবে।

যেহেতু নাম্বারে কোড যাবে নাম্বারটা অবশ্যই ওপেন রাখবেন আর খেয়াল রাখবেন ঐ সিমে যেন টাকার মেয়াদ থাকে। টাকার মেয়াদ না থাকলে কোড যাবে না।

আরেকটা ব্যাপার যদি গত ৫ ঘন্টার মধ্যে আইডির ফটো ভেরিফাইড করার জন্য গুতা গুতি অইরা থাকেন তাহলে গুতা গুতির পর থেকে হিসাব করে ৫ ঘন্টা পর ঐ কাজ গুলা করবেন।

লেখা গুলা আগে ভাল ভাবে পড়বেন পরে কাজ করবেন।