এটা আমার ট্রিকবিডিতে ২য় পুস্ট!
এবার আসলাম আরেকটু অন্যরকম জিনিস নিয়ে, তবে এটা মোবাইল দিয়ে হবে না এর জন্য পিসি লাগবে, চলুন শুরু করি প্রথমে, আমি গুগল ক্রমের একটি এক্সটেনশন দেবো যেটা অটোমেটিক ডিঅ্যাক্টিভ করে দেওয়া আইডি গুলোকে রিমুভ করে দেবে এবং সেই ফ্রেন্ড গুলোর একটা লিস্ট আপনাকে দেবে
গুগল ক্রোম এক্সটেনশন
১) প্রথমে উপরের লিঙ্ক থেকে গুগল ক্রমের এক্সটেনশনটি অ্যাড করুন।
২) এবার আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্ট টা ওপেন করুন এবং ক্রমের ডান দিকে উপরে থাকা রোবট এবং ফেসবুক আইকনে ক্লিক করুন।
৩) উপরের ছবির মত আসলে START-এ ক্লিক করে একটু সময়
৪) কমপ্লিট হলে নতুন একটা পেজ আসবে আর আনফ্রেন্ড করে
দেওয়া বন্ধুদের নাম আসবে।
যদি না বুঝে থাকেন তাহলে নিচের ভিডিও টিউটোরিয়াল দেখুন।
ইউটিউব এ দেখুন
ভাল খারাপ ২টাই আপনাদের কাছে, আমার নিজের ভাষায় অতি সহজে বুজানোর চেষ্টা করেছি তারপর ও যদি না বুঝে থাকেন তবে কমেন্ট করেন, প্লিজ না বুঝে বাজে কমেন্ট করে কমেন্ট বক্স নষ্ট করবেন না!! ধন্যবাদ:!!!