ইতোমধ্যে ২০১৫ সালের জন্য ‘ইয়ার ইন রিভিউ’ চালু করেছে সামাজিক যোগাযোগের সাইট ফেইসবুক। কিন্তু এ বছর এই ফিচারে আনা হয়েছে কিছুটা পরিবর্তন, তা হচ্ছে রিভিউতে রাখা হচ্ছে না কষ্টের মূহুর্তগুলো।
২০১৪ সালে এই ফিচারে ‘দূর্ঘটনাবশত’ ব্যবহারকারীদের সাবেক সঙ্গী, ব্লক করা বন্ধু বা মৃত কাছের মানুষদের ছবি দেখানো হয়েছিল। কিন্তু এ বছর কষ্টের মূহুর্তগুলো দেখানো বন্ধ করতে ‘একটি অত্যাধুনিক ফিল্টার’ ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এ বছরের রিভিউতে ১০টি ছবি দিয়ে বানানো একটি লম্বা কার্ড দেখানো হচ্ছে। যদি কোনো ছবি কষ্টদায়ক মূহুর্ত ইঙ্গিত করে থাকে, তবে তা ফেইসবুকের ফিল্টারে সরানো বা বদল করা হবে বলে জানিয়েছে স্কাই নিউজ।
‘অন দিস ডে’ ফিচারের জন্যও ফেইসবুক একই অ্যালগরিদম ব্যবহার করছে। এতে আগের কোনো সঙ্গী বা মৃত ব্যাক্তির ছবি প্রদর্শন করে না।
২০১৪ সালে ইয়ার ইন রিভিউতে নিজের মৃত মেয়ের ছবি বারবার দেখানো হচ্ছে বলে জানিয়েছিলেন এক ব্যাক্তি।
চলতি বছর নভেম্বরে ফেইসবুক এ বিষয়ে নতুন টুল পরীক্ষা করা শুরু করে। এখন ব্যবহারকারীরা তাদের রিলেশনশিপ স্ট্যাটাস বদলানোর সময় যাতে নতুন টুল ব্যবহার করেন সেজন্য প্রচারণা চালাচ্ছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের আগের সঙ্গীর জন্য ‘সি লেস’ বা কম দেখানোর অপশন বাছাই করতে পারেন। সেই সঙ্গে আগের সঙ্গীও ব্যবহারকারীর সম্পর্কে কী দেখতে পাবেন তা ঠিক করতে পারবেন ব্যবহারকারীরা।