ফেইসবুক সম্পর্কে ভবিষ্যৎ BCS
পরীক্ষায় যে প্রশ্ন থাকতে পারে
—
১। বাংলাদেশে ফেইসবুক সাময়িক
ভাবে প্রথম কত সালে বন্ধ করা হয় ?
উত্তরঃ ২০১৫ সালে ।
২। কতদিন বন্ধ ছিল ? উত্তরঃ ২২ দিন।
৩। কত তারিখ থেকে কত তারিখ
পর্যন্ত
বন্ধ ছিল ?
উত্তরঃ১৮ নভেম্বর থেকে ১০
ডিসেম্বর
৪। কোন সরকার তখন ক্ষমতায় ছিল?
উত্তরঃ আওয়ামীলীগ।
৫। তখন ডাক ও টেলিযোগাযোগ।
প্রতিমন্ত্রী কে ছিলেন ?
উত্তরঃ তারানা হালিম ।
৬। ফেসবুক খোলার পর জনগণের
প্রতিক্রিয়া কি ছিল ? উত্তরঃ ঈদের
আনন্দের মত সবাই খুশী
হয়েছিল এবং স্ট্যাটাস দিয়েছিল ।
৭। ফেইসবুক বন্ধ থাকায় সবচেয়ে
ক্ষতি
হয়েছে কার ?
উত্তরঃ ফেইসবুকে
বিজ্ঞাপনদাতাদের,ব্যবসায়ীদের।
আর বিশেষ ক্ষতি হয়েছিল প্রেমিক
করা শুরু করে ছিল কিন্তু মোবাইল
নাম্বার নেওয়া হয়নি।
এরকম আরও পোস্ট ও এই পোস্টটি আবার দেখতে এখানে আসুন না হেসে পারবেন না