নিজেদের সামাজিক নেটওয়ার্ক এর সর্বস্তরে ভিডিও দেখার জন্য ব্যবহৃত অ্যাডোবি ফ্ল্যাশ প্রযুক্তি বন্ধ করে দিয়েছে ফেইসবুক। বিকল্প হিসেবে স্বল্প সময়ের জন্য একটি ডিফল্ট প্লেয়ার চালু রেখেছে এই সোশাল জায়ান্ট।
এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ফেইসবুক অ্যাডোবি ফ্ল্যাশের পরিবর্তে এইটিএমএল৫ প্রযুক্তির মাধ্যমে বিকল্প ভিডিও প্লেয়ার তৈরি করেছে। অনেকেই ইতোমধ্যে ফ্ল্যাশ প্লেয়ার ব্যবহার বন্ধ করে দিয়েছেন। তারা মনে করেন, সাইবার হ্যাকাররা নিজেদের সুবিধার জন্য প্রায় সময়ই এতে ভাইরাস ছেড়ে দেয় যা ব্যবহারকারীদের আইডি নিরাপত্তায় ব্যাঘাত ঘটায়।
ফেইসবুকের একজন ফ্রন্ট-এন্ড ডেভেলপার ডেনিয়েল বাউলিগ জানিয়েছেন, এইটিএমএল৫ প্রযুক্তি ব্যবহারে প্রতিষ্ঠানটির ভিডিও হ্যান্ডলিং সিস্টেম আরও দ্রুত কাজ করছে এবং স্ক্রিন রিডার্স এর মত দক্ষ যন্ত্রগুলো এইটিএমএল৫ ভিডিও প্লেয়ার এর সমন্বয়ে বেশ ভাল কাজ করছে। তিনি আরও জানান, পূর্বে নির্দিষ্ট কিছু ফেইসবুক ব্যবহারকারীকে এইটিএমএল৫ ভিডিও প্লেয়ার ব্যবহারের সুযোগ দেয়া হয়েছিল। প্লেয়ারটি পরীক্ষাকালে কিছু সমস্যা উঠে আসায় সর্বস্তরে চালু করা হয়নি।
অন্যদিকে ২০১৫ সালের জানুয়ারি থেকেই ইউটিউব, বিবিসি সহ অন্যান্য অনলাইন সাইটগুলো অ্যাডোবি প্রযুক্তির বদলে এইটিএমএল৫ ভিডিও প্লেয়ার ব্যবহার শুরু করেছে।