Site icon Trickbd.com

ফেসবুকে নাম পরিবর্তনে নতুন নীতিমালা

Unnamed

ফেসবুকে আসল নাম ব্যবহারের নীতিমালার
বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে তুমুল প্রতিবাদের মুখে
এ ব্যাপারে কিছুটা নমনীয় হয়েছে সামাজিক
যোগাযোগমাধ্যমের সবচেয়ে বড় এই ওয়েবসাইট
পরিচালনাকারীরা। এর ফলে চাইলে যে কেউ
নিজের ইচ্ছেমতো নাম দিয়েই ফেসবুক ব্যবহার
করতে পারবেন। আগেও এমনটা করা যেত। আসল
নামের ব্যবহার নিয়ে সর্বশেষ এক নীতিমালা
প্রকাশ করেছিল ফেসবুক। আর তাতেই আপত্তি
এসেছে প্রবল। ফেসবুক জানিয়েছে, এমন একটি
ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে করে
চাইলে কোনো ব্যবহারকারী নিজের মূল নাম বাদ
দিয়ে অন্য নামেও ফেসবুক ব্যবহার করতে পারেন।
বিশেষ করে যারা নিজেদের নামভিত্তিক পরিচয়

দিতে সমস্যায় পড়ছেন তাঁদের জন্য ফেসবুকের নতুন এ
নীতিমালা সহায়তা করবে।
প্রোফাইল নামের নীতিমালা বিষয়ে ফেসবুক এক
বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা ফেসবুকে মূলত মূল
নাম ব্যবহারের ব্যাপারে উৎসাহিত করতে চাই।
যাতে ওই ব্যবহারকারীর বন্ধু এবং পরিবারের
সদস্যরা নাম দেখেই তাকে খুঁজে নিতে পারে। এ
ছাড়া যখনই কোনো ব্যবহারকারী নিজের সঠিক
নাম ব্যবহার করেন তখন সেটি যে সঠিক ব্যক্তি
ব্যবহার করেন তার ব্যাপারে অন্য ব্যবহারকারীদের
আস্থা বাড়ছে। এ বিষয়গুলো বিবেচনায় এনে আমরা
নামের নীতিমালা প্রকাশ করেছি। তবে বিষয়টি
নিয়ে অনেক মহল এবং ব্যবহারকারীরা নানা ধরনের
সমস্যার কথা জানানোর পর আমরা নীতিমালা
শিথিল করার বিষয়ে জোর দিয়েছি।’
প্রতি সপ্তাহে ফেসবুকের কাছে কয়েক হাজার ভুয়া
নামের বিষয়ে ‘রিপোর্ট’ যাচ্ছে বলে জানিয়েছেন
ফেসবুকে একজন মুখপাত্র। তিনি উল্লেখ করেন, শুরুর
দিকে ব্যবহারকারীরা শুধু ভুয়া নামের ব্যাপারে
অভিযোগ জানাতে পারতেন। বিষয়টি আরও সহজ
করতে বর্তমানে ভুয়া নাম ব্যবহারের বিষয়ে আরও
বেশ কয়েকটি ধাপ যুক্ত করা হয়েছে যাতে করে
ব্যবহারকারীরা সর্বোচ্চ সেবা পান।

ভাল লাগলে আমার সাইটে ঘুরে আসবেন
3GTune.Com
ফেসবুকে আমি