Site icon Trickbd.com

চোর ধরতেও ফেসবুক!

Unnamed

ফেসবুক এখন নানা কাজের কাজী। এটি
সামাজিক যোগাযোগের মাধ্যম বটে,
তাই বলে চুরি যাওয়া জিনিস ফেরত
পেতে চোরের সাথে যোগাযোগেরও এ
রকম একটি ঘটনা ঘটেছে
নেদারল্যান্ডসে। ফেসবুকে চোরের
সাথে যোগাযোগ করে চুরি যাওয়া সব
মালপত্র ফেরত পাওয়ার দাবি করেছেন
হ্যাটি আরমারস নামের এক নারী।
নেদারল্যান্ডসের লিমবার্গের বিক
টাউনে বড়দিনের কেনাকাটার সময়
হ্যাটির একটি ব্যাগ খোয়া যায়। ওই
ব্যাগে দরকারি বিভিন্ন জিনিসের
পাশাপাশি ৩৫০ ইউরো ছিল। চুরি হওয়ার
বিষয়টি সিসি ক্যামেরায় ধরা পড়ে। এ
ঘটনায় পুলিশের কাছে একটি অভিযোগ

দায়ের করেন হ্যাটি। পাশাপাশি
চোরকে খুঁজে বের করতে ফেসবুকে প্রচার
শুরু করেন। সিসি ক্যামেরায় চোরের
পরিষ্কার একটি ছবি থাকায় তিনি
ফেসবুকে তাকে পেয়ে যান। প্রথমে
ফেসবুকে চোরের কাছে অর্থ ছাড়াই শুধু
ব্যাগ আর দরকারি জিনিসপত্রগুলো
ফেরত দেয়ার অনুরোধ করে একটি বার্তা
পাঠান হ্যাটি। ওই চোর হ্যাটির অনুরোধে
প্রথমে সাড়া দেয়নি।
ডাচ নিউজের এক প্রতিবেদনে জানানো
হয়, ফেসবুকে হ্যাটির অনুরোধে চোর
সাড়া না দিলে হ্যাটি তখন চোরের
কাছে ক্যামেরায় ধরা পড়া ছবি
পাঠিয়ে দেন। ওই চোর এরপর হ্যাটির
ব্যাগসহ অর্থ ফেরত দিতে রাজি হয়েছে।
কিন্তু চুরি করা অর্থ একবারে ফেরত
দিতে না পারায় মাসিক ১০ ইউরো
কিস্তিতে ওই অর্থ ফেরত নিতে রাজি
হয়েছেন হ্যাটি।
হ্যাটি আরমারস বলেন, ‘চোর বিপুল
দেনায় ডুবে আছে। কেবল আমার
বেখেয়াল থাকার সুযোগে সে ব্যাগ চুরি
করেছিল। সর্বস্ব লুটে নেয়ার কোনো
পরিকল্পনা তার ছিল না। তাই সে
আরেকটি সুযোগ পেতে পারে।’
ইন্টারনেট।

আমার
সাইট
একবার ঘুরে আসবেন

Exit mobile version