Site icon Trickbd.com

গুগল নিয়ে আসছে ‌‘অভিনব’ মেসেঞ্জার !

Unnamed

সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকের
মেসেঞ্জারের মতো একটি মেসেজিং অ্যাপ
আনছে সার্চ জায়ান্ট গুগল। যদিও বার্তা
লেনদেনের জন্য সার্চ জায়ান্ট প্রতিষ্ঠানটির
হ্যাংআউটস বিশ্বজুড়ে বেশ জনপ্রিয়। তবে তা
ফেসবুকের মেসেঞ্জারের মতো অতটা
জনপ্রিয় নয়।
নতুন এই অ্যাপটি নিয়ে কাজ করছে গুগল
অ্যালফাবেট। তবে অ্যাপটির নাম কি হতে
পারে সে বিষয়ে কিছু জানা যায়নি। এছাড়া
বার্তা শেয়ারের সেবা দেওয়া অ্যাপটি
ব্যবহারকারীদের জন্য কবে উন্মুক্ত করা হবে

তা নিয়ে প্রতিষ্ঠানটির কোন বক্তব্য পাওয়া
যায়নি।
মূলত ফেসবুকের মেসেঞ্জারের বিশ্বজুড়ে
ব্যাপক জনপ্রিয়তার কারণে গুগল এ ধরণের
অ্যাপ তৈরি করছে বলে মন্তব্য করেছেন
প্রযুক্তি বিশেষজ্ঞরা। মেসেঞ্জার ছাড়াও
একই ধরণের সেবা দেওয়া ফেসবুকের আরো
একটি অ্যাপ হলো হোয়াটসঅ্যাপ। উল্লেখ্য,
প্রায় দুই বিলিয়ন ব্যবহারকারী বিভিন্ন
ধরণের মেসেজিং অ্যাপ ব্যবহার করছে।
গুগলের মেসেজিং অ্যাপটিতে কৃত্রিম
বুদ্ধিমত্তা যুক্ত করতে চ্যাট রোবট থাকবে।
ফলে ব্যবহারকারী চাইলে রোবটের সঙ্গেও
চ্যাট করতে পারবেন। পাশাপাশি বিভিন্ন
প্রশ্নের উত্তর দিতে সক্ষম এমন সফটওয়্যার
অ্যাপটিতে যুক্ত করা হবে বলে জানা গেছে।
ওই সফটওয়্যারটির মাধ্যমে ব্যবহারকারীর করা
প্রশ্নের উত্তর ওয়েব সার্চ করে এনে দেবে
বার্তা শেয়ারের অ্যাপটি।

ভাল লাগলে আমার সাইটে ঘুরে আসবেন
3GTune.Com
ফেসবুকে আমি

Exit mobile version