Site icon Trickbd.com

ফেসবুক ব্যবহারকারীরা পোষ্টটা দেখে যান কাজে আসতে পারে না দেখলে চরম মিস করবেন

Unnamed

আস্ সালামু আলাইকুম

আশা করি সকলে ভালো আছেন?
উপরের টাইটেল নিশ্চয়ই দেখেছেনদেখেছেন!

পোষ্টটা সংগৃহীত অনলাইন পত্রিকা থেকেঃ


ফেসবুক ব্যবহার করার পরিণতি কতটা মারাত্মক হতে পারে তা হয়তো জানেন না। ফেসবুক সম্পর্কে এমন অনেক তথ্যই রয়েছে, যা জানলে আপনি চমকে যাবেন। জেনে নিন এখানে।

প্রথম তথ্যেই আপনি চমকে যাবেন। আপনি ‘সাইন আউট’ করার পরেও ফেসবুক নজর রাখে আপনি কোন কোন সাইটে গিয়েছেন।

‘ফেসবুক’-এর স্টেটাস আপডেট-এ কিছু লিখলেই সেটা ফেসবুক-এর সার্ভার-এ চলে যায়। আপনি ‘পোস্ট’ বাটন ক্লিক না-করলেও।

‘ফেসবুক’-এ আনফ্রেন্ড করায় অনেককে খুন পর্যন্ত হতে হয়েছে।

রোজ অন্তত ৬ লক্ষ বার ‘ফেসবুক’-এর বিভিন্ন অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা চলে।

আপনি ‘ফেসবুক’-এ নিজের ব্যবহৃত ভাষা বদলে ‘পাইরেট’ করতে পারেন।

‘ফেসবুক’-এর প্রধান রং নীল কারণ মার্ক জুকেরবার্গ লাল ও সবুজ রং চিনতে পারেন না।

‘ফেসবুক’-এ অন্তত ৩০ মিলিয়ন ‘মৃত মানুষ’ রয়েছেন।

‘ফেসবুক’-এ আপনি মার্ক জুকেরবার্গকে কখনওই ব্লক করতে পারবেন না।

‘লাইক’ বাটন-এর আসল নাম ছিল ‘অসাম’।

‘ফেসবুক’-এর ৮.৭ শতাংশ ইউজার ‘ফেক’।

সৌজন্যঃ


ট্রিক প্রিয় ডট কম দেখুন