Site icon Trickbd.com

ফেইসবুককে ‘ফ্রেঞ্চ আল্টিমেটাম’

Unnamed

ফেইসবুকে অ্যাকাউন্ট নেই এমন
ব্যবহারকারীদের অনলাইন কর্মকাণ্ড
অনুসরণ বন্ধ করতে সামাজিক
যোগাযোগের শীর্ষ মাধ্যমটিকে তিন
মাসের সময় বেঁধে দিয়েছে ফ্রান্সের
ডেটা নিরাপত্তাবিষয়ক ও
নীতিনির্ধারক কর্তৃপক্ষ সিএনআইএল।

গেল বছর বেলজিয়ামে ‘বেলজিয়ান
প্রাইভেসি কমিশনার’-এর দেওয়া
প্রায় একই রকমের একটি নির্দেশ মেনে
নিজেদের সাইটে প্রয়োজনীয়
পরিবর্তন এনেছিল ফেইসবুক কর্তৃপক্ষ।
তিন মাসের ‘আল্টিমেটাম’ দেওয়ার
পাশাপাশি ফেইসবুকের পাসওয়ার্ড
সীমা কমপক্ষে ৬ অক্ষর থেকে
বাড়িয়ে ৮ অক্ষর করতে বলেছে
ফরাসী কর্তৃপক্ষ।

অন্যদিকে ফেইসবুক বলছে, প্রাইভেসিই

প্রতিষ্ঠানটির কাছে সবচেয়ে
গুরুত্বপূর্ণ। “ফেইসবুক ব্যবহারকারীদের
প্রাইভেসি নিশ্চিত করা, আমরা যা
কিছু করি তার কেন্দ্রে রয়েছে।
আমরা সিএনআইএলের সঙ্গে
আলোচনার জন্য আগ্রহের সঙ্গে
অপেক্ষা করছি।”–বলা হয়েছে
সাইটটির পক্ষ থেকে।

ফেইসবুকে অ্যাকাউন্ট থাকুক বা না
থাকুক, সাইটের সব ভিজিটরের অনলাইন
কর্মকাণ্ড অনুসরণ করে সামাজিক
যোগাযোগের মাধ্যমটি। কুকি ইনস্টল
করে ব্যবহারকারীর ওয়েব
অ্যাক্টিভিটি নিয়ে নোনা তথ্য
সংগ্রহ করে সাইটটি।

অন্যদিকে ব্যবহারকারীদের ডেটা
মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত ডেটা
সেন্টারে স্থানান্তর করার
ব্যাপারেও ফেইসবুককে মানা করে
দিয়েছে সিএনআইএল। নিরাপদে
ডেটা আদান-প্রদানের জন্য
ইউরোপিয়ান ইউনিয়ন এবং

যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া চুক্তি শেষ
হওয়ার পর ওই নির্দেশ দেয় সিএনআইএল।

সিএনআইএলের বেঁধে দেওয়া তিন
মাসের মধ্যে অন্যদের অনলাইন
অ্যাক্টিভিটি ট্র্যাকিং বন্ধ না
করলে ফেইসবুকের বড় অংকের
জরিমানা গুনতে হতে পারে বলে
জানিয়েছে রয়টার্স।

ধন্যবাদ


তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।

…♦ ♦….(ফেসবুকে আমি)..♦…♦.