Site icon Trickbd.com

[Tips] এইবার আপনার ফেসবুক আইডি নাম গুম করে দিন। আর যতখুশি নাম ছাড়া ফেসবুক আইডি চালান।

Unnamed


আসসালামু আলাইকুম। কেমন আছেন
আপনারা সকলে??? আশা করি ভালই
আছেন। আর বরাবরের মত আমার একই কথা
যে, আপনারা ভাল থাকলে আমিও
ভাল থাকব। তাই আপনাদেরকে ভাল
রাখতে আমার আজকের এই পোস্ট। আশা
করি আগেই টিউনের টাইটেলটা
দেখেছেন। তাহলে চলুন মুল টিউনে
চলে যাই।
ফেসবুক বর্তমানে প্রায় ১২০ কোটি
মানুষের সমাগম এই নেটওয়ার্কে। আর
এরই সাথে জড়িয়ে আছে আমরা সহ
আমাদের মত আরও অনেক মানুষই। এর এই
নেটওয়ার্কের রয়েছে নানা ধরনের
ফিচার যা আমাদের অজানা।
ফেসবুকে দেখা কিছু সাধারন বিষয়ের
একটি হল ব্যাবহারকারীর নাম। এখন
বর্তমানে কত ধরনেরই নাম দেখা
যাচ্ছে সিঙ্গেল নাম, উল্টা নাম সহ

অনেক কিছু তবে আজকের টিউনটি হল
নামবিহীন একাউন্টের। নিচে দেখতে
পারেন।
অনেকেরই এটা অনেক কঠিন মনে হতে
পারে কিন্তু এটা প্রচুর সহজ জীবনে
হয়তো কখনো দেখেননি এমন প্রোফাইল
আর চিন্তাও করেননি তাই আজ
আপনাকে দেখাতে এবং চিন্তা
করাতে আমি এসে গেছি!!
নিচের পদ্ধতি মেনে চলুনঃ
১) প্রথমে Facebook.Com এ যান।
২) এবার Create New Account এ ক্লিক করুন।
৩) এবার আপনি কিন্তু নতুন একাউন্ট
খুলছেন। তাই নামের ঘরগুলো বাদ
রেখে অন্যান্য ঘরগুলো সব পুরন করে
ফেলুন।
৪) এবার নামের ঘরের মধ্যে প্রথম বক্সে
တမန္ေတာ္
৫) এবং তৃতীয় বক্সে က်ဴးပါက်ဲ দিন।
৬) ব্যাস এবার সাইন আপে ক্লিক করুন।
দেখবেন আপনার আইডির নাম ঐ দুই টা
মিলিয়ে আছে।
এবার ৩০ দিন অপেক্ষা করবেন।
দেখবেন ফেসবুক থেকে আপনার আইডি
নামটি মুছে দেওয়া হয়েছে। তখন
আপনাকে নতুন কোন নাম দিতে বলবে
কিন্তু আপনি কোন নাম না দিয়ে
Submit এ ক্লিক করবেন।
ব্যাস তখন থেকে আপনার আইডি নাম
গুম। এবার যতখুশি নাম ছাড়া আইডি
চালাবেন। বুঝতে কোন সমস্যা হলে
কমেন্ট করবেন।
আমার আরও দুইটি পোস্ট মন চাাইলে দেখতে পারেন।
1. [Hot post] এখন থেকে আপনান Opera Mini
দিয়ে দেখুন ফেসবুকের ফলোয়ার

2. ফেসবুক এ যে কাউকে Hide মেসেজ
দিবেন এখুনি
Exit mobile version