Site icon Trickbd.com

পেশাদার সাংবাদিক এলেন ফেইসবুকে

Unnamed

সম্প্রতি নিজ প্রতিষ্ঠানে সামাজিক
সংবাদসংস্থা স্টোরিফুল-এর
ব্যবস্থাপনা সম্পাদক এইন কার-কে
নিয়োগ দিয়েছে ফেইসবুক। চলতি
বছরের মার্চ মাস থেকে ফেইসবুকের
সংবাদ সংশ্লিষ্ট বিষয়াদির দেখভাল
করবেন নিউজ কর্পোরেশনের
মালিকানাধীন স্টোরিফুলের এই
ব্যবস্থাপনা সম্পাদক।

বেশ আগে থেকেই নিজেদের
প্লাটফর্মে সংবাদবিষয়ক কনটেন্টের
পরিসর বাড়ানোর চেষ্টা করছে
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক।

ব্যবহারকারীদের নিউজ ফিডে
সংবাদবিষয়ক কনটেন্ট নিয়ে আসতে
নয়টি সংবাদ পরিবেশক প্রতিষ্ঠানের
সঙ্গেও চুক্তি করেছে সামাজিক
যোগাযোগ মাধ্যমটি। ফেইসবুকের ওই
চুক্তির ফলে ব্যবহারকারীরা সরাসরি
নিউজ ফিড থেকেই সংবাদ পড়তে

পারবেন, এজন্য নতুন করে কোনো সাইট
ভিজিট করার প্রয়োজন পড়বে না বলেই
জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স।

এখন সে বিষয়টিকেই হয়তো আরও
পাকাপোক্ত করার লক্ষ্যে কার-কে
নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি। নিজ
নিয়োগ প্রসঙ্গে ১০ ফেব্রুয়ারি এক ব্লগ
পোস্টে কার জানিয়েছেন,
“সাংবাদিকতাসংশ্লিষ্ট এক অপার
সম্ভাবনার প্রত্যাশা নিয়ে আমি
বর্তমান প্রতিষ্ঠানটি ত্যাগ করছি।

কারণ, ফেইসবুকের বিশাল সংখ্যক
পাঠকের কাছে যথেষ্ট ‘মূল্যবান’ ও
‘সংবাদ মর্যাদার যোগ্য কনটেন্ট’
পৌঁছে দেওয়ার ভূমিকা পালন করতে
যাচ্ছি আমি।”
কার আরও জানিয়েছেন, চলতি মাসের
শেষে স্টোরিফুল-কে বিদায়
জানাবেন তিনি। এ প্রসঙ্গে ফেইসবুক
তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি
বলেই জানিয়েছে রয়টার্স।

২০১০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল
আয়ারল্যান্ডের ডাবলিনভিত্তিক
সামাজিক সংবাদসংস্থা

স্টোরিফুল। ২০১১ সালে
প্রতিষ্ঠানটিতে যোগ দিয়েছিলেন
কার, ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব
গ্রহণের আগে সংস্থাটির
‘রাজনৈতিক সম্পাদক’ এবং কনটেন্ট
প্রধানের দায়িত্বে ছিলেন তিনি।
পরবর্তীতে ২০১৩ সালে স্টোরিফুল
নিউজ কর্পোরেশনের মালিকানায়
চলে আসে।

ধন্যবাদ


তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।

…♦ ♦….(ফেসবুকে আমি)..♦…♦.