আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভাল আছেন ।
তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে, ইতিমধ্যে টাইটেল দেখে আপনারা তা বুঝে গেছেন ।
,
ফেসবুকে অটো লাইক দেওয়া নতুন কোন কিছু নয়, যারা খুব একটা লাইক কমেন্ট পান না তাদের জন্য আজকে ট্রিক।
,
তো ফটো লাইক দিতে গেলে প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে Dj liker অ্যাপ ডাউনলোড করে নিতে হবে।
অ্যাপটি ডাউনলোড হয়ে গেলে,
নিচের স্ক্রিনশট ফলো করে লগইন করুন।
এখানে আপনাকে আপনার ফেসবুক আইডি দিয়ে লগইন করতে হবে, আমার সাজেস্ট থাকবে আপনি আপনার পার্সোনাল একাউন্টে ব্যবহার না করে একটা ফেক অ্যাকাউন্ট তৈরি করে, এখানে লগইন করবেন ।
এখানে ফেসবুক আইডিতে লগইন করার পরে এরকম একটা পেজ আসবে।
এখন আপনাকে এক্সচেঞ্জ রিঅ্যাকশনে ক্লিক করতে হবে।
তারপর আপনি এরকম একটা পেজ পাবেন।
এখানকার ফাঁকা বক্সে আপনি যে ছবিতে লাইক নিতে চান, ওই ছবিটির লিংক ফেসবুক থেকে কপি করে এনে দিবেন।
আমি এই ছবিটি নিলাম এখানকার লাইক টা খেয়াল করেন
প্রথমে আপনি যে রিয়াক্ট টি নিতে চান সেটি একটি সিলেক্ট করে নিবেন।
তারপর ক্যাপচা ভেরিফাই করবেন ।
এবার সাবমিট করে দিলেই আপনার ফটোতে লাইক চলে যাবে।
এবার যত খুশি তত লাইক নিতে, ১৫ মিনিট করে অপেক্ষা করুন ১৫ মিনিট পর পর আপনি রিএক্ট বা লাইক নিতে পারবেন।
আজকের পোস্ট এ পর্যন্তই। ভালো থাকুন সুস্থ থাকুন, trickbd এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে
please delete the post