Site icon Trickbd.com

ফেসবুকে স্টাটাসে লাইকের পাশাপাশি চালু হলো অন্যন্য অনুভূতি প্রকাশের ইমোটিকন

এত্তোদিন শুধুমাত্র লাইক আর লাইক না দেয়াই ছিলো একমাত্র ভরসা …

কিন্তু অনেক পোষ্ট দেখে আমাদের অনেক ধরনের অনুভুতি কাজ করে… কমেন্ট এর মাধ্যমে প্রকাশের ব্যবস্থা থাকলেও লাইকের বিকল্প হিসেবে অনুভুতি গুলো প্রকাশের কোন ব্যবস্থা ছিলো না এত্তোদিন।

সে জন্য কোন দুঃখ জনক ঘটনা তেও দেখা যেতোলাইকের সমাহার যেটা ব্যক্তির দুঃখকে কমানোর বদলে হয়তো বাড়িয়ে ও দিতো…

তাই ফেসবুক ব্যবহার কে আরো সামাজিক করার জন্যই ফেসবুক টিম নিয়ে আসলো লাইকের বিকল্প হিসেবে অন্যন্য ইমোটিকন…

যার মাধ্যমে যে কেউ লাইক দেয়ার বিকল্পে প্রকাশ করতে পারবে রাগ,দুঃখ ভালোবাসা

অন্যন্য দেশে সার্ভিস টা আগে চালু হলেও বাংলাদেশে অফিশিয়াল ভাবে আজকে চালু করা হয়েছে…

এই সার্ভিসটা টা ব্যবহার করতে হলে

কম্পিউটার থেকে ফেসবুকে ব্যবহার করলে লাইক বাটনের উপর মাউস কার্সর নিলেই বাকী অনুভুতি গুলো দেখাবে …

এন্ড্রয়েড এবং অন্যন্য টাচ সাপোর্টেড ডিভাইস এর জন্য লাইক বাটনে ট্যাপ করে কিছুক্ষন ধরে রাখলেই বাকী অপশন গুলো বেছে নেয়ার সুযোগ পাবেন ব্যবহারকারী রা ।

 

ভালো থাকুন এবং প্রযুক্তির নতুন নতুন আপডেট এর জন্য ট্রিকবিডি এর সাথেই থাকুন 🙂