Site icon Trickbd.com

ফেসবুকে অন্যের প্রেম দেখে মনে আসে যে ১০টি বিচিত্র ভাবনা!

আজকাল প্রেম, ভালোবাসা, দাম্পত্য ইত্যাদির সাথে ফেসবুক ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। আর জড়াবেই তো। যেখানে আমাদের নিত্য দিনের প্রতিটি মুহূর্ত জড়িয়ে গেছে ফেসবুকের সাথে, সেখানে খুব স্বাভাবিকভাবেই প্রেম ও দাম্পত্যের মত বিষয়গুলো উঠে আসবেই। মজার ব্যাপার হচ্ছে, নিজে বিবাহিত হোক বা অবিবাহিত, নিজের মনের মানুষ থাকুক বা থাকুক, ফেসবুকে অন্যদের প্রেম-ভালোবাসা দেখে বেশিরভাগ মানুষের মনেই আসে কিছু বিচিত্র ভাবনা! যেগুলো কেউ মুখে উচ্চারণ না করলেও মনে মনে ঠিকই ভাবেন। চলুন, জেনে নিই মজার ভাবনাগুলো। ১) বেশি বেশি ভাব দেখাচ্ছে!  নিজে হয়তো সারাক্ষণই নিজের সম্পর্কটি নিয়ে স্ট্যাটাস বা ছবি ফেসবুকে দেন। কিন্তু অন্য কারোটা দেখলে সবার আগে এই ভাবনাটাই মনে আসে অধিকাংশ মানুষের। ২) সবার একটা সম্পর্ক আছে, আমার কেন নেই? এই ভাবনাটা যারা সিঙ্গেল, তাঁদের মনে আসে সেটা বলাই বাহুল্য। ৩) ওরা কি আসলেই এতটা সুখী?  ফেসবুকে অন্যের সম্পর্কের প্রদর্শন দেখে বেশিরভাগ মানুষই এটা ভাবেন। অবশ্য ভাবনাটা অনেক ক্ষেত্রে সত্যও বটে। শো অফ করার খাতিরে অনেকেই বাড়াবাড়ি করেন। ৪) সবাই সুখী, কেবল আমি নই! নিজের প্রেম বা বিয়ে নিয়ে যারা সুখী নন, তাঁদেরই মনে হয় এটা। ৫) বেশি অশ্লীলতা করছে নিজেরটা মনে না হলেও, অন্য মানুষের সাধারণ ছবিও অনেকের কাছে অশ্লীল মনে হয়। তাঁরা ভুলে যান যে ফেসবুক আইডি নিজের ব্যক্তিগত সম্পত্তি। যার যেটা ইচ্ছা করতেই পারেন। ভালো না লাগলে আন ফ্রেন্ড করার অপশন খোলা। ৬) ভালোবাসা না কচু, টাকা পয়সা দেখাচ্ছে হয়তো প্রিয় মানুষকে নিয়ে কোথাও খেতে গিয়েছেন বা বেড়াতে গিয়েছেন, এইসব বিষয় দেখে অনেকেরই মনে হয় যে ভালোবাসার মোড়কে আসলে অর্থ বিত্ত দেখাতে চাইছেন আপনি। ৭) তাঁর মনের মানুষটি আমার জনের চাইতে বেশি সুন্দর! নারী-পুরুষ উভয়েই কিন্তু মনে মনে এই আফসোস করেন। ৮) ইস, এই মানুষটি যদি আমার হতো। যারা নিজের সঙ্গী বা সঙ্গিনীকে নিয়ে খুশি নন, তাঁরা আরেকজনের সঙ্গী বা সঙ্গিনীকে মনে মনে কামনা করতেও ছাড়েন না। ৯)আমিও এমন একটি সম্পর্ক চাই একটু সুখী জুটিকে দেখলে অনেকেই এটা ভাবেন। ভুলে যান যে প্রতিটি সম্পর্কই নিজের মত করে বিশেষ। ১০) এইসব প্রেম-ভালবাসা ফালতু, দুদিন পর কিছুই থাকবে না।  যারা ভালোবেসে কষ্ট পেয়েছেন, এটা মূলত তাঁদের ভাবনা।

Exit mobile version