Site icon Trickbd.com

ফেসবুক ব্যবহারকারীর লুকানো ফ্রেন্ডলিস্ট দেখার উপায়!

Unnamed

আজকের যুগ সামাজিক যোগাযোগের।
এ মিডিয়ার প্রভাব আজ সর্বত্র। আমাদের
জীবনের গুরুত্বপূর্ণ এই ‘অঙ্গ’ সম্পর্কের
ওঠানামাও এখন অনেকটা ঠিক করে
দেয়। তবে সামাজিক যোগাযোগের
মাধ্যমগুলোর সঠিক ব্যবহারও আপনাকে
জানতে হবে সঠিকভাবে। অন্যথায়
বিপদে পড়েবেন আপনি নিজেই।এই ধরুন
না কোনো বন্ধুর ফেসবুক প্রোফাইলে
ঢুকে তার বন্ধুদের খোঁজ পেতে গিয়ে
অনেকেই দেখেন শুধু দেখা যাচ্ছে
‘মিউচুয়াল ফ্রেন্ডস’দের তালিকা।
আপনার বন্ধুটি তার পুরো বন্ধুর তালিকা
আপনার কাছ থেকে আড়াল করে
রেখেছেন। তখন আপনি কী করবেন?
কিন্তু এতে কোনো সমস্যা নেই।
চাইলেই আপনি আপনার ‘ফেসবুক
ফ্রেন্ড’র বন্ধুদের সম্পূর্ণ তালিকা

দেখতে পাবেন। যারা আপনার বন্ধুর
তালিকায় নেই তাদের সঙ্গে কারা
বন্ধুত্ব পেতেছেন ফেসবুকে সেটাও
চলে আসতে পারে আপনার নখদর্পনে।
ফেসবুকে লুকোনো ফ্রেন্ডলিস্ট দেখার
উপায়সম্প্রতি ‘ফেসবুক ফ্রেন্ডস
ম্যাপার’ (Facebook Friends Mapper) নামে
একটি বিনামূল্যের ক্রোম এক্সটেনশন
নিয়ে এসেছে গুগল। যেটি আপনাকে
জানিয়ে দেবে বন্ধুদের গোপন করা
বন্ধুদের তালিকা।
• প্রথমে চলে যান গুগল
ক্রোমের ওয়েব স্টোরে। ইনস্টল করুন
Facebook Friends Mapper extension।
• যে বন্ধুর
গোপন ফেসবুক ফ্রেন্ড লিস্টটি আপনি
দেখতে চান, তার প্রোফাইলটি খুলুন।
•এখন আপনি ফ্রেন্ডস ট্যাবে দেখতে
পাবেন ‘Reveal Friends’ অপশনটি।
• এবার
ক্লিক করুন তাতে।ব্যাস বন্ধুর গোপন করা
ফ্রেন্ড লিস্ট আপনার হাতের মুঠোয় চলে
আসবে। আপনি যার ফ্রেন্ডলিস্ট দেখতে
চাইছেন তিনি আপনার বন্ধুর তালিকায়
না থাকলেও কিছু যাবে আসবে না।
তার কোনো একজন বন্ধু আপনার বন্ধু হলেই
হবে। সম্প্রতি এসেছে এই অপশনটি।
ফেসবুক কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়ার
আগেই আপনি আপনার কাজটি সেরে
ফেলুন।

আরো সুন্দর সুন্দর টিপস পেতে

TrickBdu.Cf

সবাই ভালো থাকুন ভালো রাখুন।

Exit mobile version