Site icon Trickbd.com

কৃত্তিম বুদ্ধিমত্তাভিত্তিক ম্যাপিং সেবা চালু করবে ফেসবুক

বেশ কিছুদিন ধরেই কৃত্তিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স নিয়ে কাজ করছে ফেসবুক। এবার এই প্রযুক্তি ব্যবহার করে নিজস্ব ম্যাপিং সেবা চালুর পরিকল্পনা করছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। তবে এই ম্যাপ গুগল ম্যাপ কিংবা হিয়ার ম্যাপসের মতো হবে না। বিশ্বের ২১.৬ মিলিয়ন বর্গ কিলমিটারে বসবাসরত মানুষের সম্পূর্ণ ভিন্নধর্মী একটি ম্যাপ তৈরি করার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। এক ফেসবুক স্ট্যাটাসে মার্ক জাকারবার্গ জানিয়েছেন, ফেসবুক বর্তমানে কৃত্তিম বুদ্ধিমত্তা এবং সৌরশক্তি চালিত ইন্টারনেট ড্রোন নিয়ে কাজ করছে। তিনি আরও জানান, বিশ্বের বিভিন্ন অঞ্চলের বিপুল পরিমাণ মানুষ এখনও ইন্টারনেট সেবা বঞ্চিত এবং অধিকাংশ ক্ষেত্রেই এসকল অঞ্চলের সঠিক তথ্য পাওয়া সম্ভব হয় না। ‘আমরা যদি এসব অঞ্চলের সঠিক অবস্থা জানতে না পারি, তাহলে এসব অঞ্চলে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে পারব না। এ জন্য আমরা এমন একটি কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবস্থা তৈরি করেছি যা স্যাটেলাইট থেকে প্রাপ্ত ১৫.৬ বিলিয়ন ছবি বিশ্লেষণের মাধ্যমে বিশ্বের ২১.৬ মিলিয়ন বর্গ কিলোমিটার অঞ্চলের একটি কার্যকর জনসংখ্যা মানচিত্র তৈরির কাজ করছি।’

২০১৪ সালের মার্চে ফেসবুক কানেক্টিভিটি ল্যাব চালু করে। মূলত বিশ্বের সকল অঞ্চলের মানুষের কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে এ প্রকল্পটি চালু করে ফেসবুক। এ ছাড়া সাম্প্রতিক সময়ে ফেসবুক ইউরোপের বেশ কিছু গবেষণা সংস্থার কম্পিউটার সার্ভারে অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে। কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণাকে আরও ত্বরান্বিত করতেই ফেসবুক এ উদ্যোগ নিয়েছে।

গল্প, কবিতা,বিনদোন পেতে ভিজিট করুন

Exit mobile version