সামাজিক যোগযোগের মাধ্যম ফেসবুক এক
স্বয়ংক্রিয় পরিষেবা নিয়ে এসেছে, যার
মাধ্যমে হারিয়ে যাওয়া পাসওয়ার্ড
খুঁজে পাওয়া খুব সহজেই । এ পরিষেবার
মাধ্যমে হারিয়ে যাওয়া বা চুরি হওয়া
পাসওয়ার্ড
আপনাকে খুঁজে দেবে ফেসবুক নিজেই ।
এমন তথ্য জানিয়েছেন ফেসবুকের
নিরাপত্তা বিভাগের ইঞ্জিনিয়ার ক্রিস লং ।
তিনি তার ব্লগে জানান, একসঙ্গে অনেক মানুষ
সময়ই
দেখা দেয় নানা সমস্যা। আর এই সমস্যা
ঠেকাতেই
এক অটোমেটেড সিস্টেম চালু করা হবে ফেসবুকে
।
একই পাসওয়ার্ড দিয়ে অনেক ওয়েবসাইটে লগ ইন
করলে ফেসবুক নিজে থেকেই
ব্যবহারকারীকে জানিয়ে দেবে পাসওয়ার্ড
বদলে নিতে। সেই সঙ্গে কেউ যদি আপনার
পাসওয়ার্ড হ্যাক
করে বা চুরি করে তাহলে ফেসবুক নিজে থেকেই
তার প্রোফাইলকে রিপোর্ট করে দেবে।
ভাল ভাল টিপস পেতে আমার সাইটে ঘুরে আসবেন