Site icon Trickbd.com

FACEBOOK APP নোটিফেকেশন বন্ধ করবেন যেভাবে ।এবং অযথা মেগাবাইট খরচ বাচান ।[Must see]

Unnamed

আসলামুআলাইকুম আসা ক‌রি ভা‌লো আছেন ,
আজ দেখাব যেভা‌বে ফেসবু‌ক এপ এর বির‌ক্তি কর
ন‌টি‌ফি‌কেশন বন্ধ কর‌বেন,

‌পোস্ট টি ম‌নো‌যোগ সহকা‌রে প‌ডে নেন


ফেইসবুক ব্যবহার কখনও কখনও আনন্দের
বদলে বিরক্তের কারণ হয়ে দাঁড়ায়।
মূলত ঘন ঘন নোটিফিকেশন বিরক্তি
তৈরি করে। বিশেষ করে বন্ধুদের
পাঠানো বিভিন্ন অ্যাপ্লিকেশনের
নোটিফিকেশন।

তবে ব্যবহারকারীদের কথা ভেবে এ
ঝামেলা থেকে মুক্তির উপায়ও
রেখেছেন মার্ক জাকারবার্গ। এ জন্য
ছোট্ট একটু কৌশল জানতে হবে।
কিভাবে ফেইসবুকের
অ্যাপ্লিকেশনের নোটিফিকেশনের
ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে

তা তুলে ধরা হলো এই
টিউটোরিয়ালে।
প্রথমে ইউজার নাম ও পাসওয়ার্ড
দিয়ে ফেইসবুকে লগইন করতে হবে।
তারপর উপরে ডান পাশের মেন্যু
থেকে সেটিংসে যেতে হবে।

তারপর বাম পাশে থাকা অপশনগুলো
থেকে যেতে হবে ‘notifications’
অপশনে।

এরপর ‘all notifications, some
sounds on’-এ ক্লিক করতে হবে।
সেখানে পাওয়া যাবে ‘App
requests and activity’ অপশনটি। এই
অপশনটির পাশে থাকা ‘edit’ বাটনে
ক্লিক করলে অ্যাপ্লিকেশনের
তালিকা দেখাবে।

সেখানে যে অ্যাপ্লিকেশনটির
নোটিফিকেশন বন্ধ করতে চান,

সেটি অফ করে দিতে হবে। তাহলে
বিরক্তিকর অ্যাপ্লিকেশন
নোটিফিকেশন আর দেখাবে না।
ফেইসবুক ব্যবহার হয়ে উঠবে আরও
আনন্দময়।
আসা ক‌রি পোস্ট টি ভা‌লো লে‌গে‌ছে?
ভা‌লো থাকুন ধন্যবাদ,
‌কেন প্রো‌য়োজ‌নে
‌ফেসবু‌কে আমি