আসসালামু আলায়কুম প্রিয় পাঠকরা।
কেমন আছেন আপনারা সবাই ।
আপনারা প্রায় ফেইসবুকে কিছু ফানি ফানি মেসেঞ্জার স্কিনশট দেখে থাকেন ।
দেখুন আমিও এমন একটি বানিয়েছি । এবং বানিয়ে আমার কলিগ এর সাথে দুষ্টামি করেছি ।
যাইহোক অনেক মিম লাভার আছে যারা এমন স্ক্রিনশট বানাতে চান ।
তো তাদের জন্যই আজকের পোস্ট ।
আজকের এই পোস্ট এ আপনি শুধু মেসেঞ্জার ফেক স্ক্রিনশট বানাতে পারবেন এমন না ।
আজকে আপনাদেরকে যে সাইট এর সাথে পরিচয় করিয়ে দিব , তার মাধ্যমে আপনি অলমোস্ট প্রায় সকল সোশ্যাল মিডিয়া সাইট এর ফেক স্কিনশট তৈরি করতে পারবেন একদম ফ্রী তে ।
আর এই সাইট এর নাম হচ্ছে : https://fakedetail.com/
কিভাবে কাজ করে বুঝিয়ে দিচ্ছি ।
সবার প্রথমে আপনি আপনার ফোন এর যেকোন একটি ব্রাউজার ওপেন করে সেই সাইট এ প্রবেশ করুন ।
স্কিনশট এ দেখানো জায়গায় ক্লিক করলে , মেনু ওপেন হবে।
এবার নিচের দেখানো জায়গা গুলোতে ক্লিক করুন ।
আমি ফেসবুক ফেক চ্যাট তৈরি করব ।
তাই ওইখানে ক্লিক করব ।
এবার উপরের মত সব অপশন খুলে যাবে সব কিছু কন্ট্রোল করার জন্যে ।
আসা করি এইসব আপনাকে বুঝতে হবে না ।
আর একটু নিচে আসলে নিচের মত পেয়ে যাবেন ।
পেন আইকন গুলোতে ক্লিক করলে আপনি সব এডিট করতে পারবেন ।
আর মেসেজ বক্স এ ক্লিক করলে আপনি মেসেজ ও তৈরি করতে পারবেন ।
দেখুন আমি এই জিনিস গুলো বিস্তারিত বললাম না । কারণ এইসব একেবারেই বেসিক জিনিস ।
আপনি একটু নিজে ঘেঁটে দেখলেই বুঝতে পারবেন আসা করি ।
আর সবার শেষ এ সব হয়ে গেলে নিচে ডাউনলোড বাটন পেয়ে যাবেন ক্লিক করে স্কিনশট টি ডাউনলোড করে নিলেই কাজ শেষ।
আজকের পোস্ট এতটুকুই দেখা হচ্ছে অন্যকোন পোস্ট এ ।