Site icon Trickbd.com

ফেসবুক একটিভ স্ট্যাটাস বন্ধ রাখুন বিশেষ মানুষদের জন্য!! অন্যরা একটিভ দেখলেও সবাই দেখতে পাবে না 😮😮 বিস্তারিত পোস্ট পড়ুন

Unnamed

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় ট্রিক বিডি এর সদস্যগণ। কেমন আছেন সবাই আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভাল আছি বলে আজকে আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে। অনেক সময় লিখার মধ্যে ভুল ত্রুটি থেকে যায় ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো।

বর্তমান সময়ের সোশ্যাল মিডিয়ার যুগ আর সোশ্যাল মিডিয়া মানেই আমরা সাধারণত ফেসবুককে মনে করে থাকি। যুবক থেকে বৃদ্ধ সবারই এই সময়ে facebook এর একটি একাউন্ট রয়েছে। বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে ফেসবুকের জনপ্রিয়তা অনেক বেশি।

অনেক সময় দেখা যায় আমাদের নিজেদের ব্যক্তিগত অনেক কারণে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট আমরা একটিভ স্ট্যাটাস বন্ধ করে রাখি, কিন্তু দেখা যায় আমরা যখন অ্যাক্টিভ স্ট্যাটাস বন্ধ করে রাখি তখন সবাই দেখতে পাই আমরা অফলাইন হয়েছি।

কিন্তু ফেসবুকের নতুন একটি আপডেট আসার পরে এখন থেকে যে কোন ফেসবুক গ্রাহক, শুধুমাত্র বিশেষ ব্যক্তিদের জন্য ফেসবুক একটিভ স্ট্যাটাস বন্ধ দেখানোর সুযোগ নিয়ে এসেছে। মানে আপনি ফেসবুকে একটিভ রয়েছেন কিন্তু আপনি যাদেরকে দেখাতে চান না আপনি ফেসবুকে একটিভ রয়েছেন তারা দেখতে পাবে না।

চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এটি করবেন, প্রথমত আপনার যদি কম্পিউটার থাকে তাহলে খুব ভালো যদি কম্পিউটার না থাকে তাহলে আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারটি তে আসুন। এখানে তিনটি ডট চিহ্ন রয়েছে সেখানে ক্লিক করুন।

এবার একটু নিচে এসে আপনার ব্রাউজার টি ডেস্কটপ ব্রাউজার করুন।

এবার আপনি গুগল সার্চ পারে গিয়ে লিখুন “web.facebook” তারপরে নিচে চিহ্নিত অংশে ক্লিক করুন। এখানে আপনি আপনার ফেসবুক আইডি লগইন করে নিবেন।

এবার আপনি আপনার ফেসবুকে হোমপেজ অপশন দেখতে পাচ্ছেন, সেখানে মেসেঞ্জার আইকনটিতে ক্লিক করুন।

মেসেঞ্জার আইকনের থ্রি ডট রয়েছে সেখানে ক্লিক করুন।

এবার চিহ্নিত অপশনটিতে ক্লিক করুন।

এবার এখানে ক্লিক করুন।

আপনি যাদেরকে একটিভ দেখাতে চান না তাদেরকে আপনি এখান থেকে সিলেক্ট করুন আপনি চাইলে নিচে থেকে বেছে নিতে পারেন অথবা আপনি চাইলে ওপরে সার্চ করে লিখে নিতে পারেন।

এবার সেভ করুন এখানে ক্লিক করে।

আবার আপনি সেইভ অপশনটিতে ক্লিক করুন।

যদি আপনি সবকিছু ঠিকঠাক ভাবে করতে পারেন তাহলে আপনার হোমপেজে এসে এরকম এক লেখা উঠবে।

তো আপনারা চাইলে এভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট বিশেষ ব্যক্তিদের জন্য একটি স্ট্যাটাস বন্ধ করতে পারবেন। এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পুরো পোস্টটি পড়ার জন্য। ট্রিক বিডি এর সাথেই থাকুন ধন্যবাদ।

আমার ছোট্ট একটা ওয়েবসাইট রয়েছে।
ভিজিট করে দেখে আসতে পারেন আমার ওয়েবসাইটটি এখানে থেকে

যেকোনো প্রয়োজনে আমাকে পাবেন আমার ফেসবুকে এখানে👈👈

Exit mobile version