Site icon Trickbd.com

কেউ আপনার ফেসবুক আইডিতে লগইন করলে আপনার ফেসবুক আইডি বা মোবাইলে মেসেজ আসবে।

Unnamed

এই সিষ্টেম চালু করলে আপনার
পাসওয়ার্ড জেনে যদি কেউ আপনার
ফেসবুক আইডিতে প্রবেশ করে তা হলে
আপনার ফেসবুক আইডিতে বা যে সিম
দিয়ে আইডি খুলেছেন অথবা যদি
ইমেইল আইডিতে সেট করা থাকে
তাহলে ইমেইলে যাবে নটিফিকেশন
এবং আপনাকে তাও বলে দিবে যে
সেটা কোন ব্রাউজার দিয়ে প্রবেশ
করা হয়েছিল।এজন্য আপনাকে প্রথমে
ফেসবুকে ঢুকে setting এ যেতে হবে।
তারপর security তে যেতে হবে তারপর
Login Alarts যেতে হবে এরপর সর্বশেষ
কাজ হলো আপনাকে সব অপশন দিবে
আপনাকে তা সিলেক্ট করতে হবে।

Exit mobile version