Site icon Trickbd.com

এখ‌নি, জে‌নে নেন কে বা কারা রিজেক্ট করল আপনার ফ্রেন্ড রিক্যুয়েস্ট ?

Unnamed

ধরুন , তাকে হঠাৎ করেই
দেখেছিলেন সোহরাওয়ার্দী
উদ্যানে বা চলমান অমর একুশে
বইমেলার কোনো এক স্টলের
কোণে। চুপি চুপি দেখছিলেন
তার চোখজোড়া। আগ বাড়িয়ে
এক বন্ধু পরিচয়ও করিয়ে
দিয়েছিল। তার পর হাপিস।
নেই তো নেই।
অগত্যা ফেসবুকে অনেক কষ্ট –
আত্তি করে একটি ফ্রেন্ড
রিক্যুয়েস্ট পাঠালেন। এর পর
আপনার অপেক্ষা। অ্যাকসেপ্ট
করল না রিজেক্ট করে দিল, খচখচ
করছে মনে। আপনি হয়তো

জানেনই না, ওই ব্যক্তি
আপনাকে এড়িয়ে যাচ্ছে।
আপনার ফ্রেন্ড রিক্যুয়েস্ট
রিজেক্ট করে দিয়েছে।
কী দরকার এত ভেবে মাথার চুল
পায়ে ফেলার? এবার ফেসবুকে
আপনার ফ্রেন্ড রিক্যুয়েস্ট কেউ
রিজেক্ট করে দিলে , জানতে
পারবেন চটজলদিই। কীভাবে ?

প্রথমে ,
নিজের ফেসবুক অ্যাকাউন্টের ফ্রেন্ড রিক্যুয়েস্ট ট্যাবে যান। ‘see all’ ক্লিক করুন। দেখবেন , যেসব
ফ্রেন্ড রিক্যুয়েস্ট এখনও অ্যাকসেপ্টেড হয়নি , তার একটি তালিকা আসবে। একই সঙ্গে
সাজেস্টেড ফ্রেন্ডস -এরও একটি
তালিকা থাকবে।
ওই তালিকার একেবারে উপরে
‘Friend Requests’ -এ একটি
হাইপার লিঙ্ক রয়েছে ‘ View
sent requests ’ নামে।
সেখানেই দেখতে পাবেন , কোন

কোন ব্যক্তি আপনার ফ্রেন্ড
রিক্যুয়েস্ট রিজেক্ট করে
দিয়েছে।
তো ব্যস, অপেক্ষা না করে, মনে
খচখচানি না রেখে নিমিষেই
জেনে নিন ফেসবুকে কে
আপনাকে গ্রহণ করল আর কে
ঝেটিয়ে বিদায় করল!