Site icon Trickbd.com

কোন সফটওয়্যার ছাড়াই মোবাইল দিয়েই করে নাও ফেসবুক সিঙ্গেল নাম!! কাজ না হলে KB ফিরত

Unnamed

বন্ধুরা, মোবাইল দিয়েই করে নাও ফেসবুক সিঙ্গেল
নাম!!!

এর জন্য UC Browser 8.4 থেকে সর্বশেষ
ভার্সন গুলো ব্যবহার করতে হবে। প্রথমে UC
Browser অপেন কর তারপর ব্রাউজারের
অপশন থেকে Settings~Networ k~Proxy
Server এর প্রথম বক্সে এই প্রক্সিটা লিখ-
115.124.74.178: 8080
আর ২য বক্সে- m.facebook.com
লিখে সেভ কর।

এবার ফেসবুকে লগ ইন
করে Settings~Genera
l~Language~Baha sa Indonesia
সিলেক্ট করে UC থেকে একবারে বের হয়ে যাও।

আবার ফেসবুকে ঢুকে ইন্দোনেশিয়ান ভাষা একটিভ
থাকা অবস্থায় তোমার নাম এডিট করে শুধু 1st
নেম লিখ। Middle ও Last নেম খালি রাখবে।
ভাষা না বুঝলে এই ভাবে যাও

Pengaturan~Umum ~ Nama
এখানে তোমার এক শব্দের নাম এবং সবার নিচের
বক্সে পাসওয়ার্ড দিয়ে সেভ কর। হয়ে যাবে তোমার
পছন্দের সিঙ্গেল নাম।

@যে বিষয় গুলো জানা প্রয়োজন:
ফেসবুক সিঙ্গেল নাম শুধুমাত্র ইন্দোনেশিয়ান
মানুষদের জন্য প্রযোজ্য। কারন ইন্দোনেশিয়ান
ভাষায় তাদের লাস্ট নেম অনেক বড় হয়। সেজন্য
তাদের ক্ষেত্রে সিঙ্গেল নাম করার অনুমতি আছে।
আমরা ইন্দোনেশিয়ান প্রক্সি ব্যবহার
করে সিঙ্গেল নাম করতে পারবো। কিন্তু
এটা আইডির জন্য নিরাপদ নয়। যেকোন সময়
ফেসবুক আইডি ডিসেবল করে দিবে অথবা ন্যাশনাল
আইডি কার্ড চাইতে পারে। কিছু কিছু
জাবা মোবাইলে এটা কাজ করবে না। প্রক্সি আপডেট
হওয়ার কারনে যে কোন সময় এই
প্রক্সি দিয়ে সিংঙ্গেল নাম নাও হতে পারে তখন
অন্য প্রক্সি ব্যবহার করতে হবে।

সর্বশেষ
প্রক্সি পেতে এই লিংকে যাও-
https://www.proxynova.com/proxy-server-list/country-id/

~UC Browser এর প্রক্সি বসানোর সিস্টেম

হচ্ছে-[Proxy:Po rt]
~নাম চেন্জ করার সময় যদি Error
লেখা আসে তাহলে বার বার চেষ্টা করবে। তোমার
ভূলবশত কাজ এবং ফেসবুক সার্ভার থেকে কিছু
কারনে অনেক সময় এটা কাজ
করবে না সেক্ষেত্রে পোস্টটি ভালভাবে পড়ে-
বুঝে সময় নিয়ে পরে আবার চেষ্টা করতে হবে। এই
সংক্রান্ত কোন সমস্যা বা প্রশ্ন
থাকে তাহলে কমেন্ট কর

ভাইয়া এরকম আরো নতুন নতুন হ্যাকিং সম্পর্কিত টিপস পেতে দয়া করে আমার সাইট এ প্রতিদিন ভিসিট করবেন >> PostMaza.Com <<