Site icon Trickbd.com

রইল চ্যালেঞ্জ! ফেসবুকে এই কাজটি আপনি কিছুতেই করতে পারবেন না !

Unnamed

ফেসবুকে অনেক কিছুই তো করেন।
আড্ডা থেকে শুরু করে ইয়ে, সবই
চলে। কিন্তু এই একটি কাজ আপনি
কিছুতেই করতে পারবেন না।
জেনে নিন…
যে কাজটি আপনি করতে পারবেন
না।
ফেসবুকে কারও উপর খুব রাগ হলে
আপনি কী করেন? প্রথমে
রাগারাগি, তার পরে পরিস্থিতি
চরম হয়ে গেলে সোজা ব্লক! ঠিক
কথা। সেটাই করা উচিত। কিন্তু এই

একটি ভদ্রলোকের উপরে রাগ
হলেও আপনি তাঁকে ব্লক করতে
পারবেন না। কিছুতেই না।
ইনি মার্ক জুকেরবার্গ।

কিন্তু কেন এমন করা হল? যেটা
হয়েছিল, ফেসবুক-এ ‘ব্লকিং’ অপশন
আসার পরেই লোকজন একেবারে
তেড়ে মার্ক জুকেরবার্গকে ব্লক
করার চেষ্টা করেছিলেন। কিছুই
না, এমনি খেলাচ্ছলে এই কাজ
করেছিলেন বহু মানুষ। এমনকী
ফেসবুকেই ‘‘ব্লক জুকেরবার্গ’’
স্টেটাস দিয়ে আন্দোলন শুরু হয়ে
যায়।
স্বাভাবিকভাবেই, মালিককে তো
আর তাঁর বাড়িতে ঢোকা থেকে
আটকানো যায় না। সে কারণেই
জুকেরবার্গকে আপনি কখনওই ব্লক
করতে পারবেন না
সৌজন্যঃ
ট্রিকপ্রিয় ডট কম