Site icon Trickbd.com

আপনি কি ফেসবুকে অটোলাইক নেন? তাহলে জেনে নিন, ফেসবুকে অটোলাইক নেওয়ার ক্ষতিকর দিক !

Unnamed

অটোলাইক নিলে প্রথমত আপনার আইডিটি স্পামার হিসেবে চিহ্নিত হবে, কেননা আপনার আইডিতে লাইক নেয়ার পাশাপাশি অটোলাইক সাইটগুলো আপনার আইডি ব্যবহার করে অন্যান্যদেরও লাইক কমেন্ট প্রোভাইড করে। ফেসবুক TOS এর ভাষায় একে Suspicious Activity বা সন্দেহজনক কার্যক্রম বলে। আর এই সন্দেহজনক কার্যক্রম ফেসবুকের অটোমেটেড সেন্সে এইটা ঢুকিয়ে দেয় যে “সম্ভবত এই আইডিটি তার সঠিক মালিক কর্তৃক ব্যবহৃত হচ্ছেনা”। ফলশ্রুতিতে ফেসবুক আপনাকে ফটো ভেরিফিকেশন বা আইডেন্টিটি ভেরিফিকেশনে ফেলে যাচাই করে যে সত্যিই একাউন্টটি তার প্রকৃত মালিক ব্যবহার করছে নাকি কোনো অটোবোট ব্যবহার করছে। প্রাথমিকভাবে মাঝেমাঝে আপনার একাউন্ট স্বয়ংক্রিয় ভাবে লগ-আউট করয়ে দেয়, কারন অটোবোটের সাধ্য নেই যে একাউন্ট লগ-আউট হলে আবার নিজে নিজে লগইন করে নেয়া, যেহেতু এটি আপনার পাসওয়ার্ড জানেনা। হয়তো ইতোমধ্যে আপনার সাথে এরকম হয়েছে যে কোথাও লাইক/কমেন্ট করতে গিয়ে লগ-আউট হয়ে যাচ্ছেন, পুনরায় লগইন করতে হচ্ছে। কিন্তু প্রাথমিক এই সসতর্কতার পরও এরকম চলতে থাকলে তারা ব্লক করে ফাইনাল পরীক্ষা করে।

ভালো ভালো টিপস ট্রিকস পেতে TrickMax.com ভিজিট করুন