.
ফেসবুক খুলেই ইনবক্স দেখলেন,
‘ওয়াও! ফেসবুক আপনার জন্য নিয়ে
এসেছে বিশেষ কিছু! দেখতে ক্লিক
করুন!’ অথবা ‘ওএমজি, আপনার
অ্যাকাউন্ট কে দেখছে জানতে
চান? ক্লিক করুন!’ কিংবা ‘হা হা
হা, আমি তো বিশ্বাসই করতে
পারছি না! দেখুন!’
এই ‘ক্লিক করুন’ বা ‘দেখুন’ আহ্বানে
প্রলুব্ধ হলেন তো সর্বনাশ করে
বসলেন। কারণ দেখার মতো কিছুই
নেই ওই লিংকে, বরং সেটি
ম্যালওয়্যার। যার মাধ্যমে দুর্বৃত্ত
হাতিয়ে নেবে, এমনকি হাতিয়ে
নেবে আপনার কম্পিউটারে
সংরক্ষিত অন্য গুরুত্বপূর্ণ তথ্যাদিও।
থেকে থেকে দুর্বৃত্ত চক্র এ ধরনের
ম্যালওয়্যার ছড়িয়ে থাকে। সম্প্রতি
এই অপতৎপরতা অনেক বেশি দেখা
যাচ্ছে। তথ্যপ্রযুক্তিতে অনেক দক্ষ
লোকও এই ম্যালওয়্যারের সর্বনাশে
পড়ছেন একেবারেই অসচেতনতার
কারণে।
বিশেষজ্ঞরা বলছেন, দুর্বৃত্ত চক্র
ম্যালওয়্যার ছড়ানোর ক্ষেত্রে
চটকদার বা চিত্তাকর্ষক ছবি
কিংবা ভিডিও ফুটেজের লোভ
দেখাচ্ছে। তাদের ফাঁদের লিংকে
ক্লিক করলেই ব্যবহারকারী নিজের
অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হারিয়ে
সম্পৃক্ত অন্যদেরও শঙ্কায় ফেলে
দিচ্ছেন।।
ইনবক্সের পাশাপাশি এ ধরনে
ম্যালওয়্যারের লিংক ট্যাগও করা
হয়। এই ট্যাগ করা হয় আবার একসঙ্গে
অনেককে, যাতে ব্যবহারকারীর
বিশ্বস্ততা অর্জন সহজ হয়।