Site icon Trickbd.com

এন্ড্রয়েড মোবাইল দিয়ে খুব সহজে ১০০%গ্যারান্টি সহকারে ফেসবুকে আইডি নাম সিঙ্গেল করবেন যেভাবে

Unnamed

ফেসবুকে দুই অক্ষর দিয়ে নাম দিতে হয় এবং তা সবাই দিয়ে থাকে। কিন্তু একটু চেষ্টা করলে এক অক্ষরেও নাম দেয়া যায়। ধরুন আপনার নাম দেয়া আছে “শুভ্র নূর” কিন্তু আপনি শুধু “শুভ্র” রাখতে চাচ্ছেন। কিন্তু ফেসবুক সাধারণ নিয়মে আপনাকে তা করতে দিবে না। তাই একটু ট্রিক্স খাটাতে হবে। তাহলে শুরু করে দিন:

প্রথমে Opera Mini থেকে আপনার একাউন্টে লগইন করে ভাষা পরির্তন করুন। ভাষা পরিবর্তন করতে Settings & Privacy > General > Language বা এখানে যান “Bahasa Indonesia” সিলেক্ট করুন।

এবার এখান থেকে One_Click_VPN_.apk এপসটি ডাউনলোড করুন ।

এপসটি ইন্সটল দিন । ইন্সটল হয়ে গেলে এপসটি ওপেন করুন । এপস এর “Refresh” লিখাতে ক্লিক দিন । সার্ভারগুলো লোড হবে । এবার নিচের দিকে যেয়ে একটি “Indonesian Proxy” সিলেক্ট করুন । এবার “Connect” এ ক্লিক করে “Connect” করুন ।

Opera Mini থেকে এখানে যান

এবার “First:” অংশে আপনি যে নাম দিতে চান সেইটা লিখুন এবং “Middle:” ও “Last:” খালি রাখুন। পাসওয়ার্ড বক্সে পাসওয়ার্ড বসিয়ে Save Changes বাটনে ক্লিক করুন।

সবকিছু ঠিকঠাক মত করতে পারলে দেখবেন আপনার নাম একটি শব্দে রূপ নিয়েছে।
যদি কারও কোনো সমস্যা হয় বা ফটো ভেরিফিকেশন সমস্যা হয় ফেইসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন,ইনশাল্লাহ আমি নিঃশর্তে help করব।
ফেইসবুকে আমি