Site icon Trickbd.com

ফেসবুক পাসওয়ার্ড হ্যাকিং: কী ভাবে করবেন, কী ভাবে বাঁচবেন ।

Unnamed

দুনিয়ায় আপনার ক্ষতি চায়- এরকম
মানুষের কি অভাব আছে? তার
পাশাপাশিই অভাব নেই হ্যাকারেরও!
অতএব, কেউ যদি আপনার ফেসবুক
পাসওয়ার্ড হ্যাক করতে চায়, কী ভাবে
সুরক্ষিত রাখবেন নিজেকে?
সেই প্রশ্নের উত্তর দেওয়ার আগে
জেনে নেওয়া যাক, কী ভাবে অন্যের
ফেসবুক পাসওয়ার্ড হ্যাক করা যায়!

☆ ফেসবুক পাসওয়ার্ড হ্যাকিং: কী
ভাবে করবেন

• সবার প্রথমে আপনাকে জানতে হবে
যাঁর প্রোফাইল হ্যাক করছেন, তাঁর লগ-ইন
মেল-আইডি। জানা থাকলে ভাল,
নইলে সেই ব্যক্তির ফেসবুক প্রোফাইলে
গিয়ে কনট্যাক্ট ইনফো দেখুন। ওখানে
পেয়ে যাবেন।

• পরের ধাপে ক্লিক করুন Forgotten your
password? অপশনটা। যাঁর প্রোফাইল হ্যাক
করতে চাইছেন, তাঁর লগ-ইন পেজ খুলে
যাবে। এবার ক্লিক করুন This is my account
বোতামে।

• এবার ফেসবুক জানতে চাইবে আপনি

পাসওয়ার্ড পালটাতে চান কি না! এই
পথে কাজ হবে না। তাই ক্লিক করুন No
longer have access to these? অপশনটা!

• পরের ধাপে ফেসবুক জানতে চাইবে
How can we reach you? সেটা মাথায়
রেখে এমন একটা মেল-আইডি টাইপ করুন
যেটা ফেসবুকের সঙ্গে অ্যাটাচড্ নয়।

• এর পর ফেসবুক আপনাকে সেই ব্যক্তি
সংক্রান্ত কোনও একটা প্রশ্ন জিজ্ঞেস
করবে। ব্যক্তিটিকে চিনলে সেই উত্তর
দেওয়া আপনার পক্ষে সহজ। না দিলে
একটু বুদ্ধি খাটিয়ে এগোতে হবে।
তাহলেই পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে।
এবং, ঠিক ২৪ ঘণ্টা পরে আপনি ঢুকতে
পারবেন সেই ব্যক্তির ফেসবুকে।

• প্রশ্নটার উত্তর দিতে না পারলে
বেছে নিন Recover your account with help
from friends অপশন। এই পথে তিন-চার জন
ফেসবুক ফ্রেন্ডস্-এর কাছে ফেসবুক
অনুমোদন চাইবে।

• আগে থেকে কয়েকটা ফেক প্রোফাইল
বানিয়ে রাখুন। ব্যস, আর কী!

☆ ফেসবুক পাসওয়ার্ড হ্যাকিং: কী
ভাবে বাঁচবেন

এ তো গেল হ্যাকিংয়ের কথা! এতটাই
যখন সহজ ব্যাপারটা, তখন নিজের
প্রোফাইল সুরক্ষিত রাখার পন্থাটাও

তো জেনে রাখতে হবে।

• একদম আলাদা একটা মেল-আইডি দিয়ে
ফেসবুকে ঢুকুন, যেটা অন্যদের জানার
কথা নয়। আর, সেই আইডি-টা কখনই
ফেসবুকে দিয়ে রাখবেন না।

• সিকিউরিটি কোয়েশ্চেন নিজেই
তৈরি করুন একটু শক্ত করে। তাহলে তার
উত্তর আপনি ছাড়া আর কেউ জানতে
পারবেন না!

• খুব ঘনিষ্ঠ তিন-চার জন বন্ধুকে
জানিয়ে রাখুন পাসওয়ার্ড। ফলে
তাঁরা ছাড়া আর কারও অনুমোদনে
কাজ করবে না Recover your account with help
from friends।
ব্যস, ফেসবুক ব্যবহার করুন মনের সুখে!

সকল ধরনের টিপস ট্রিকস পেতে TrickMax.com থেকে ঘুরে আসবেন

Exit mobile version