Site icon Trickbd.com

ফেসবুক আইডি ব্লকড নিরাপ্তা এবং সচেতনতা সম্পর্কে জেনে নিন।

Unnamed

সবাই কে অনেক শুভচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। তার পর আশা করি আপনারা সাবই ভালোই আছেন। আমি বেশ কিছু দিন যাবদ অসুস্থ ছিলাম। বর্ত মানে এখন আপনাদের দোয়াই অনেক টা ভালো ভালো আছি। তাই ভবলাম একটা টিউনস করি যদি করো উপকারে আসে। তো এবার কাজের কথায় আসা যাক

অনেক সময় কারণে অকারনে আমাদের অনেকে র সাধের ফেসবুক আইডি ব্লক হয়ে যায়। আইডি ব্লক হওয়ার কিছু কারণ রয়েছে। আর এই কারন গুলো সম্পর্কে আজকে আমি আপনাদের জানাবো। আইডি বিভিন্ন কারনে ব্লক হতে পারে সব কারন তো আর জানা সম্ভব নয়। এর কিছু কারন নিচে আলোচনা করা হল। হয় তো বা এই সম্পর্কে আপনারা অনেকেই আগে থেকেই জোনেন, তাবে যারা জানেন না তাদের জন্য
দিনে ২০ টার বেশি রিকুয়েস্ট পাঠানো যাবে না।
খারাপ কোন রকম ভিডিও আপলোড করা।
কাউকে হুমকি দেওয়া থেকে বিরত থাকা।
কোন সেলিব্রেটির নামে ভুয়া অ্যাকাউন্ট খোলা।
জন্ম তারিখ ২ বারের বেশি পরিবর্তন করা।

৫৫-৬০% এর বেশি প্রোফাইল কমপ্লিট করে রাখা।’
কাউকে রিকোয়েস্ট পাঠানোর পর সে block মারলে।
অধিক পরিমান ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আইডি ভেরিফিকেশন চাইবে, ৫০ এর অধিক ফ্রেন্ড রিকুয়েস্ট হলে তারা যদি এক্সসেপ্ট না করে, তাহলে আইডি ব্লক হওয়ার সম্ভাবনা থাকে। (এই সমস্যা থেকে মুক্তির জন্য প্রথমে ফেসবুক এ প্রবেশ করতে হবে। Find Friends নামক স্থানে প্রবেশ করতে হবে। এরপর view sent request নামক স্থানে প্রবেশ করতে হবে।এইবার যারা ফ্রেন্ড রিকুয়েস্ট এক্সসেপ্ট করে নাই তাদের কে cancel friend request দিন।)

ছোট খাটো এই রকম কিছু বিষয়এ আমরা নজর রাখলে আশা করা যায় আমাদের আইডি কনোভাবেই ব্লক বা ডিজাএবল করা যাবে না। আজ তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেনl

Facebook Contact