Site icon Trickbd.com

Facebook মেসেঞ্জার থেকে যেভাবে SmS পাঠাবেন

Unnamed

মেসেঞ্জার অ্যাপ্লিকেশনে এসএমএস সুবিধা

চালু করেছে ফেসবুক। 😀 অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা এ সুবিধা পাচ্ছেন। অ্যান্ড্রয়েড ফোনে

মেসেঞ্জার

অ্যাপটি ইনস্টল করা
থাকলে তা ব্যবহার করে এসএমএস আদান-প্রদান করা যাচ্ছে। এক পোস্টে ফেসবুক কর্তৃপক্ষবলেছে, আমরা আশা করি নতুন এই সুবিধা সব বার্তাকে এক জায়গায় এনে
দেবে।

এতে মেসেজ আদান-


প্রদান আরও সহজ হবে। ≥ 😀

যেভাবে কাজ করে

😀
মেসেঞ্জার চালু করে সেটিংসে (ব্যক্তি চিহ্ন) যান এবং তালিকা থেকে”SMS” নির্বাচন করে
≥ Default SMS app চালু করে দিন।
এবার মেসেঞ্জার থেকে এসএমএস দেখা ও
উত্তর দেওয়া সম্ভব হবে। এসএমএস বার্তাগুলো কমলা রঙের হবে আর মেসেঞ্জারের বার্তাগুলো হবে নীল রঙের। মেসেঞ্জারের এসএমএস টেক্সটের পাশাপাশি ছবি, ভিডিও, অডিওসহ স্টিকারস, ইমোজি ও লোকেশন শেয়ারিং বিষয়টি সমর্থন করবে। 😀

≥জিআইএফ, ভয়েস কল কিংবা ভিডিও কল
করতে মেসেঞ্জার ব্যবহার করতে হবে। মেসেঞ্জারের এসএমএস গুলো ফেসবুক সার্ভারে সংরক্ষিত থাকে না। প্রচলিত এসএমএসের
মতো কাজ করবে বলে এগুলো আদান-প্রদানে যথারীতি খরচ করতে হবে।

°°°°সকল নতুন কিছু পেতে TipsWapBD.Com ভিজিট করুন°°°°