মাধ্যমিক পরীক্ষায় নকল এড়াতে সারা দেশে অস্থায়ীভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়েছে আলজেরিয়া। এর মধ্যে সামাজিক যোগযোগে শীর্ষ সাইট ফেইসবুকও আছে।

অনলাইনে প্রশ্নপত্র ফাঁসের কারণে প্রায় অর্ধেক শিক্ষার্থীকে রবিবার থেকে শুরু হওয়া ব্যাকালরিয়েট পরীক্ষায় পুনরায় বসতে বাধ্য করা হচ্ছে।

জুনের শুরুতে অনেক শিক্ষার্থী পরীক্ষার আগেই ফেইসবুক সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রশ্নপত্র পেয়ে গিয়েছিল। সাম্প্রতিক বছরগুলোতে ব্যাকালরিয়েট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে আলজেরিয়া ‘বিপদে আছে’ বলে জানিয়েছে বিবিসি।

সরকারি কর্মকর্তারা আলজেরিয়ার এপিএস সংবাদ সংস্থাকে জানিয়েছেন, শিক্ষার্থীদের “সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়া প্রশ্ন” থেকে রক্ষা করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

3 thoughts on "প্রশ্নফাঁসের ভয়ে বন্ধ ফেইসবুক"

  1. Reja BD Author says:
    Nice post Boro bai #Shakib

Leave a Reply