Site icon Trickbd.com

জঙ্গি কার্যকলাপ রুখতে গুগল, ফেসবুক বিশেষ উদ্যোগ নিয়েছে

Unnamed

বিজ্ঞানের অগ্রযাত্রার বিরোধী
হলেওভার্চুয়াল দুনিয়ায় আস্তানা
গড়েছেপশ্চাত্পদ জঙ্গী গোষ্ঠীগুলো।যে
কোনওবিছিন্নবাদী কার্যকলাপ দ্রুত
ছড়াতে এইমিডিয়ার অলিতে গলিতে ওঁত
পেতেবসে আছে সন্ত্রাবাদী তথা চরমপন্থীরা৷এই ধরনের কার্যকলাপ রুখতেই
এবারবিশেষ পদক্ষেপ করতে চলেছে
ফেসবুক,গুগলের মতো শীর্ষ ওয়েব
সংস্থাগুলি৷সোশ্যাল মিডিয়ায়
বিছিন্নতাবাদীকার্যকলাপের প্রচার
সারা পৃথিবীরমাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে৷ বিভিন্নদেশের পক্ষ থেকে গোপনে
নজরদারিচালানো হচ্ছে এই
সংস্থাগুলিতে৷পৃথিবীর এক প্রান্ত থেকে
মুহূর্তে অন্যপ্রান্তে নাশকতা ছড়িয়ে
দিতেসোশ্যাল মিডিয়ার জুড়ি নেই৷ সেই

সঙ্গেপ্রচার করা হচ্ছে বীভত্স সব ভিডিও৷আইসিসের মতো
বিছিন্নতাবাদীদেরনৃশংস অত্যাচারের
ভিডিও ফুটেজছড়িয়ে পড়ছে সোশ্যাল
মিডিয়া বাভিডিও শেয়ারিং
ওয়েবসাইটগুলিতে৷প্রকাশ্যে হুমকি দিতেও
এই মাধ্যমকেব্যবহার করা হচ্ছে৷ এই পরিস্থিতি রুখতেএবার নড়েচড়ে বসেছে
গুগল, ফেসবুকেরমতো সংস্থাগুলি৷যে
কোনও বিছিন্নতবাদী কার্যকলাপরুখতে
এবার বিশেষ ব্যবস্থা নেওয়াহচ্ছে৷ সে
কাজ সম্ভব হবে যদি এই ধরনের‘কনটেন্ট’
চিহ্নিত করে ‘ব্লক’ করা যায়৷সেটাই করার পরিকল্পনা নেওয়া হয়েছে৷কোনও ভিডিও
বা বার্তায় যদি বিশেষকোনও ‘ডিজিটাল
ফিঙ্গারপ্রিন্ট’ থাকেতবে তা ব্লক করার
জন্য বিশেষঅ্যালগোরিদম আছে
সাইটগুলির৷ এবারসেই প্রযুক্তিকেই আরও
উন্নতভাবেকাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে৷প্রয়োজন হলে ব্যক্তিগতভাবেও
কনটেন্টপরীক্ষা করে দেখা হবে৷
জনপ্রিয়সাইটগুলিতে ভিডিও পোস্ট করার
নিয়মএবং সেখানে কী কী
বাধ্যবাধকতাআছে সে সম্পর্কে
ওয়াকিবহাল সকলেই৷তাই ঠিক কী নিরাপত্তার ব্যবস্থানেওয়া হচ্ছে এখনই তা
খোলসা করতেনারাজ সংস্থাগুলি৷ তবে এই
মাধ্যমেযাতে কোনও বার্তা বা ভিডিও
ছড়ানোনা যায়, তা নিশ্চিত করতে
নিরাপত্তায়ঢালাও রদবদল আনতে চলেছে
এইসংস্থাগুলি৷[]

😉 😉
ফেছবুকে আমি 😉 🙂 🙂