Site icon Trickbd.com

দেখুন কোন কাজটি আপনার ফেসবুক আইডিতে করে রাখলে জীবনেও আইডি হ্যাক হবে না।

Unnamed

ফেইসবুক বর্তমানে নিত্যপ্রয়োজনীয় জিনিসের একটি। এককথাইয় ফেইসবুক ব্যবহারকারীরাফেইসবুক ছাড়া অচল। ফেইসবুক যেমনমানুষকে একটা সুন্দর সময় দেয়তেমনি মাঝে মাঝে তা হয়ে উঠেবিরম্বনার কারণ।ধরুন আপনার ফেইসবুকটি কেউ হ্যাককরলো। নিজের ইচ্ছা মত করে ছবি,স্টেটাস দিয়ে আপনার বারটাবাজিয়ে ছাড়ল। তখন অনেকেইহয়তো ভাবে কেন ফেইসবুকেএকাউন্ট খুললাম। কিন্তু আপনারএকটু সতর্কতাই চাইলে এই সমস্যাথেকে আপনাকে মুক্তি দিতেপারে। মাথা গরম না করে আপনিইপারেন আপনার হ্যাক হয়ে যাওয়াফেইসবুক একাউন্টটি উদ্ধার করতে।কি ভাবে? আসুন দেখি১। মেনুবারে ক্লিক করে (Setting)সেটিং অপশনে যান২। তার পর একাউন্ট (Setting)সেটিং এ ক্লিক করুন৩। এবার Security Setting এ ক্লিককরুন৪। তার পর Loging Alerts অপশনেক্লিক করুন৫। এবার Text Messages Off থাকবে,আপনারা সেটি ক্লিক করে onকরে দিবেন।এখানে একটি অপশন পাবেনসেখানে আপনার মোবাইলনাম্বারটি দিন এবং Save বাটনেক্লিক করে Save করে নিন।এবার আপনার আইডিটি সম্পূর্ণনিরাপদ। এখন কেউ আপনারফেসবুকের আই ডি/ পাসওয়ার্ডজেনে গেলেও আর আপনার ফেসবুকআর হ্যাক করতে পারবে না। কারণপ্রতিবার ফেসবুক লগিং এর সময়আপনার মোবাইলে একটি কোডআসবে, কোডটি পূণরায় খালি বক্সএ দিয়ে লগিং করুন

GPFreeBD.Com