এবার ফেইসবুক Messenger
দিয়ে, যতবার খুশি ততবার ফেইসবুকের
User Name Change করুন,
আর যাদের User Name নেই তারা Add করেনিন,
কোনু সমস্যা ছাড়া, সবাই কাজটি করতে পারবেন,
একেবারে সহজ এবং নতুন Tips,
Screnshort সহ দিলাম।
না দেখলে আপনার লস আমার কি?
•
প্রথমেই আমার সালাম গ্রহন করুন।
ট্রিকবিডির সকল
মেম্বার, টিউনার, Editor, মডেটর,
এবং Admin ভাইয়েরা।
Assalamualaikum
•
সবাই কেমন আছেন ?আশা করি ভালই আছেন,
ভাল থাকারি কথা
কারণ যারা ট্রিকবিডি নামের
এই বিশাল প্লাটফর্ম এর সাথে থাকে,
তারা সব সময়ই ভালো থাকে।
•
বিশেষ ভাবে ধন্যবাদ জানাই
এডমিন Rana ভাইকে,
এই প্লাটফর্ম টি তৈরি করার জন্য।
•
←চলুন টিউন টি শুরু করি→
•
আগেই বলে রাখি TrickBD তেসবাই আমার সিনিয়র,
আমি কিচুই পারিনা,
আমি শিখতে এসেছি,
আমি একদম নতুন টিউনার।
তাই যারা পারেন ভালো কথা
এই পোষ্ট আপনাদের জন্য না,
যারা পারেনা তাদের জন্য
আমি এই পোষ্টি লিখলাম।
•
আমি TrickBD তে
সব সময় Islamic পোষ্ট করি,,
ফেইসবুক বিষয়ে এটা আমার
প্রতম পোষ্ট।
এই পোষ্টি লেখার একমাত্র উদ্দ্যেশ্য হল
নিজে জানি অন্যকে জানাই,
হয়ত কারো উপকারে আসতে পারে।
•
অনেক কথা বলে ফেল্লাম,
এবার কাজের কথায় আশি।
•
অনেকে বার বার User নেইমChange করতে চাঁন কিন্তু পারেননা,
কাজের কোনু Tips ও পাননা
এবার কাজ হবেই হবে ইনশাআল্লাহ।
•
✅← সর্ত →✅
•
এই কাজটি করতে হলে অবশ্যইএকটি Messenger প্রয়োজন,
Messenger টি অবশ্যই
নতুন ভার্সনের হতে হবে,
যেইটার Size 32 MB ←
12 MB Size এর টা হলে হবেনা।
•
যাদের Messenger আছে ভালো কথা,
যাদের নাই Playstore থেকে
Download করেনিন।
•
সমস্যার কারনে পোষ্টে ডায়রেক্টDownload Link দিতে পারলাম না
এরজন্য Sorry…..
একটু কষ্ট করে Playstore থেকে
Download করেনিন।
•
•এবার আসল কাজ শুরু করা জাক•
•
(১)প্রথমে Messenger টিOpen করুন,
নিচের মত আসবে। ↓
Settinge Click করুন ↑
নিচের মত আসবে ↓
→Username লেখায়←
Click করুন।
নিচের মত আসবে ↓
→Edit Username লেখায়←
Click করুন।
নিচের মত আসবে ↓
নিচের বক্সে আপনার
User name দেখতে পারবেন
যদি আগের দেয়া তাকে।
•
আপনার ইচ্ছামত নতুন
User name দিয়ে,
উপরের ডানদিকে
লাল মার্ক করা জায়গায়
টিক √ চিন্নতে Click করুন।
Screnshort এর মত ←
•
ব্যাস এবার কাজ শেষ,
হয়ে গেল আপনার
User Name Change…
•
এইরকম ভাবে আপনি অনেক বারUsername Change
করতে পারবেন।
•
বিঃদ্রঃ রমজান মাস,
কেউ ট্রাই না করে,
অযতা কমেন্ট করবেননা,
আমি নিজে ট্রাই করে তার পর
পোষ্ট করছি।
•
এই পোষ্টি আমার নিজের লেখা,তাই কেওউ Copy করবেন্না,
কপি করলে দরা খাবেন।
কপি করলে অবশ্যই এই সাইট কে
এবং আমাকে ক্রেডিড দেবেন।
পোষ্টি কেমন হইছে ?
সবার মতামত আশা করবো।
•
আর কারও যদি এই কাজটি করতে
কোনু সমস্যা হয়,
তাহলে অবশ্যই
কমেন্ট করে জানাবেন,
Solve করার চেষ্টা করবো।
•
অথবা ফেইসবুকে
আমার সাথে
যোগাযোগ করতে পারেন।
ফেইসবুকে আমার আইডি