জনপ্রিয় সামাজিক
যোগাযোগমাধ্যম ফেসবুক তাদের
মেসেঞ্জার অ্যাপে নতুন
পরিবর্তন এনেছে। নতুন আপডেটে
এ পরিবর্তন পাওয়া যাবে। এ
পরিবর্তনের ফলে ফেসবুকের
নিউজ ফিডে আসা বিভিন্ন
নিউজের লিংকে ক্লিক করলে
আর দেরি হবে না। দ্রুত ওপেন
হবে সেগুলো। এক প্রতিবেদনে
বিষয়টি জানিয়েছে ডিএনএ
ইন্ডিয়া।
পুরনো পদ্ধতিতে আপনার নিউজ
ফিডে কোনো সংবাদ বা
স্পন্সরকৃত বিজ্ঞাপনে ক্লিক
করলে তা যদি ফেসবুকের
বাইরের কোনো লিংক হত
তাহলে আপনার ডিভাইসের
করতে হত। আর এ কাজে বেশ
কিছুক্ষণ সময় নষ্ট হত। এতে
ব্যবহারকারীদের বিরক্তিরও
সীমা থাকত না। তবে নতুন
পদ্ধতিতে এ ঝামেলা থাকছে
না।
মূলত ফেসবুকের লিংকে ক্লিক
করা হলে ব্রাউজারের বদলে
ফেসবুকেরই একটি নতুন পেজে তা
ওপেন হবে। এতে দ্রুত
ব্যবহারকারীরা সে পেজটির
কনটেন্ট দেখতে পারবেন বলে
জানিয়েছে ফেসবুক।
তবে কোনো নিউজ লিংক ওপেন
করার ক্ষেত্রে ফেসবুক সে
পেজটির ‘সরল ভার্সন’ ওপেন
করবে। এতে ব্যবহারকারীর সময়
ছাড়াও ডেটাও বাঁচবে বলে
জানিয়েছে ফেসবুক।
বর্তমানে শুধু পাবলিশারদের জন্য
এ সুবিধাটি কার্যকর করা
হয়েছে। মিডিয়া হাউজগুলো
পারবে বলে জানিয়েছে
ফেসবুক।
এ ছাড়া এ আপডেট বর্তমানে শুধু
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাই
পাচ্ছেন। আইওএস ব্যবহারকারীরা
এ সুবিধা পরবর্তী কয়েক সপ্তাহে
পেয়ে যাবেন বলে
জানিয়েছে ফেসবুক।
ধন্যবাদ
তথ্য প্রযুক্তি সেবায়, আপনাদের পাশে।
…♦ ♦…(ফেসবুকে আমি)..♦…♦.