Site icon Trickbd.com

লাইভ ভিডিওর সময় বাড়ালো Facebook

Unnamed

শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের
লাইভ ভিডিও অপশন বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। মার্ক জুকারবার্গের শুরু করা এই লাইভ ভিডিও অপশন এখন ব্যক্তিগত
পর্যায়েও ব্যবহারের শীর্ষে। তবে চাইলেই ফেসবুকের লাইভ ভিডিও ২ ঘণ্টার বেশি ব্যবহার করা যেতো না। এখন থেকে ২
ঘণ্টার সময় সীমা বাড়িয়ে চার ঘণ্টা করার উদ্যোগ নিয়েছে ফেসবুক কতৃপক্ষ।

স্বয়ংক্রিয়ভাবে নিউজফিডে ভিডিও রেকর্ড করার পর অ্যাপসের মাধ্যমে ফেসবুকের
ভিডিওগুলো সেভ করার সুবিধাও
চালু করেছিল ফেসবুক। প্রথমবারের মতো ভিডিও অনলি মোডে টানা চার ঘণ্টা লাইভ
ভিডিও করার সুবিধা চালু করেছে ফেসবুক। সামনের সপ্তাহ থেকেই এই সুবিধা চালু হচ্ছে বলে সম্প্রতি প্রতিষ্ঠানটির পক্ষ

থেকে জানানো হয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, এখন থেকে ফেসবুকে টানা চার ঘণ্টা
লাইভ ভিডিও করা যাবে।

ফেসবুক ব্যবহারকারী বা কোনো
পেইজের অ্যাডমিনরা চাইলে এই
সুবিধা নিতে পারবেন।
নতুন এই সুবিধা ব্যবহার করে
ব্যবহারকারীরা ফুল স্ক্রিন
ভিডিও অর্থাৎ আইওএস
ব্যবহারকারীরা পুরো পর্দা জুড়ে
পোট্রেট এবং ল্যান্ডস্কেপ উভয়
মোডে লাইভ করতে পারবে।
তবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা আপাতত শুধু
পোট্রেট মোডে এই ফেইসবুক লাইভ করতে পারবে। তবে খুব শিগগিরই অ্যান্ড্রয়েড

ব্যবহারকারীরাও উভয় সুবিধা পাবে।

★নতুন কিছু পেতে TipsAdd.Com★