শুভ সকাল, 😀 কেমন আছেন সবাই? আমরা যারাই ফেসবুক ব্যবহার করে থাকি প্রত্যেকেরই কিন্তু একটি মনের ভিতর প্রশ্ন থেকে যায়, সেই প্রশ্নটি হল আমার প্রোফাইলটি সর্বশেষ কে ভিজিট করল। আমি আপনাদের জন্য এখন একটি ছোট্ট একটি টিপস্ নিয়ে হাজির হয়েছি। বন্ধুগণ আসুন আমরা একজনরে দেখে নেই এই টিপস্।
আসাকরি ভালো লাগবে সবার।
১. প্রথমে ফেসবুক Login করুন।
★২. তারপর আপনার Time line এ
ঢুকে Active log অপশনের(যেখানে
তিনটি বিন্দু রয়েছে) উপর মাউসের
রাইট বাটনে ক্লিক করুন।তারপর
সেখান থেকে “ভিউ পেজ সোর্স”
সিলেক্ট করুন।.
★৩. কিছুক্ষণের ভিতরেই কোড ভর্তি
অবস্থান করার সময়
Crlt+F
চাপুন।তারপর দেখতে পাবেন উপরের ডান
কোনায় একটি Search Box এসেছে।
সেখানে “InitialChatFriendList” লিখুন।
★৪. তারপর “InitialChatFriendList” এর
পাশে অনেকগুলো নম্বরের তালিকা
দেখতে পাবেন। এ নম্বরগুলই এক
একটি
Facebook ID
এর নম্বর।★
৫. এই নম্বরগুলো দিয়ে ID বের করার
জন্য আপনাকে প্রথমে Facebook.com সাইটে ঢুকে স্ল্যাশ ( / ) চিহ্ন দিয়ে নম্বরটি পোস্ট
করলেই ID চলে আসবে ।
যেমন-facebook.com/100008830231043 এখানে প্রথমে যে নম্বরটি পাবেন সে সবসময় সবথেকে বেশি আপানার Profile visit করে।
এই রকম আরও টিপস্ পেতে আমাদের সাথে থাকুন নিয়মিত। ভালো থাকুন। 😀