Site icon Trickbd.com

দারুন খবর ফেসবুকে বন্ধু সংখ্যা ২০০০ ছাড়ালেই ইউরোপ ভ্রমণে ছাড়!

Unnamed

কেমন আছেন সবাই? ফেসবুক তো ব্যবহার করেন কিন্তু ফেসবুক দিচ্ছে দারুন একটি সু-খবর যা মাথা নষ্টকারার মত। ইউরোপে ছুটি কাটানোর পরিকল্পনা করছেন? তার আগে আপনার ফেসবুকে ফ্রেন্ডলিস্ট চেক করে নিন। ফেসবুকের বন্ধুদের খাতিরেই ইউরোপ ভ্রমণে পেয়ে যেতে পারেন বিরাট ছাড়।

স্টকহোমের বিলাসবহুল হোটেল নরডিয়াক লাইট এই ‘থ্যাংস গিভিং ডে’ উপলক্ষে এমন অফার দিয়েছে। ফেসবুকে আপনার বন্ধুর সংখ্যা, ফলোয়ার, লাইক পাইয়ে দেবে বড়সড়ো ডিসকাউন্ট।
এমনকি সাত দিন পর্যন্ত এই হোটেলে কাটানোর সুযোগ মিলতে পারে একেবারে বিনা মূল্যে। হোটেল নরডিয়াক লাইট জানিয়েছে, ফেসবুকে বন্ধুর সংখ্যা ২০০০ ছাড়ালেই সাত রাত পর্যন্ত বিনা মূল্যে এই হোটেলে থাকতে পারবে যে কেউ।
সাধারণভাবে বিলাসবহুল এই হোটেলে এক রাত থাকার খরচ ২৩০ পাউন্ড। ইনস্টাগ্রামে এক লাখ ফলোয়ার বা ফেসবুক পেজে সমান সংখ্যক লাইক থাকলেও বিনা মূল্যে ঘর পেয়ে যাবেন এখানে।
যারা সোশ্যাল মিডিয়ায় অতটা জনপ্রিয় নন, তাঁদেরও হতাশ হওয়ার কিছু নেই। ফেসবুকে ৫০০ বন্ধু থাকলেই নরডিয়াক লাইটে ঘর ভাড়ায় পেয়ে যাবেন ৫% ছাড়, এক হাজার বন্ধু থাকলে ১০% ছাড়, বন্ধু সংখ্যা এক হাজার ৫০০ হলেই ছাড় হবে ১৫% আর ২০০০ বন্ধু হলে ছাড় পুরো ১০০%।বিডি লাইভ আরো অনেক অফার ও বিভিন্ন Tips পেতে ভিজিট করুন

আমার সাইট Trickbd.in

আমার Fb id

Rahat mahmud