এ পদ্ধতিটি খুবই সহজ। এ জন্য
আপনার ফেসবুক পেজের ওপরে
ডান পাশের তালা চিহ্নটির
পাশের ডাউন অ্যারোতে ক্লিক
করুন।
এরপর “Privacy Shortcuts”
থেকে “See more settings”-এ যান।
.
সেখানে একেবারে নিচে
পাবেন “Privacy Settings and Tools.” এ
পেজের বাম পাশে “Ads” থেকে
“Facebook Ads”-এ যান।
সেখানে
“Ads based on my preferences” থেকে
“Visit Ad Preferences”-এ যান। এখানে
প্রত্যেক ক্যাটেগরিতেই বাম
পাশে একটি তীর চিহ্ন পাবেন।
.
সে চিহ্ন থেকে আপনার পছন্দনীয়
বিষয়গুলো সিলেক্ট করে দিন।
কোনো বিষয় আপনি বাদ দিতে
চাইলে তার ওপর মাউস নিন এবং
এরপর ডান পাশের ক্রস চিহ্ন
দিয়ে তা বন্ধ করে দিন।