Site icon Trickbd.com

অজান্তেই আপনার ফেসবুক আইডি কে বা কারা ব্যাবহার করছে – কিভাবে আইডি বাঁচাবেন নিজেও বাঁচবেন?

Unnamed

অনেকে আছেন না জেনে নিজ ফেসবুক একাউন্ট অন্যের হাতে তুলে দিচ্ছেন নিজের অজান্তেই। আসুন অতি সংক্ষেপে জেনে নিই :

———- ১. তা কিভাবে হয়?
———- ২. এতে কি ক্ষতি হয়? ও
———- ৩. কিভাব বাঁচা যায়.?

* ১. কিভাবে আসে?
কিছু ফ্রিল্যান্স সাইট, কিছু ফাউ পিটিসি, ইউটিউব, ইত্যাদি ((বিশেষ করে লাইক ফর লাইক ফ্যান পেজ এ হয়)) আরোও বিভিন্ন সাইট যেখানে আইডি খুলতে হয় (রেজিস্ট্রেশন করা) আর নিচে লেখা থাকে login with Facebook বা login with google ইত্যাদি।
যেমন, UC Browsre এর ক্লাউড এ আমি ফেসবুক বা গুগল দিয়ে লগিনের চেষ্টা করছি।
তখন নতুন একাউন্ট না খুলে সেই ফেবু, গুগল বা টুই দিয়ে লগিন করলে app permission চায় ও লগিন হয়।

* ২. কি কি ক্ষতি?
যে সাইটে এই ভাবে ঢুকলেন সেই সাইট এডমিন আপনার ফেসবুক আইডি এপস এর মাধ্যমে ইউজ করতে পারে, লাইক কমেন্ট শেয়ার দিতে পারে। আপনি টের পাবার আগেই কেল্লা ফতে।

{{{আর কোন কিছু যদি ব্লাক মার্কেটিং , অবৈধ বে-আইনি কাজে ব্যবহৃত হয়? তাদের পেজ, প্রোফাইলে হয় তাহলে বুঝতেই পারছেন।}}}

* ৩. কি ভাবে বাঁচা যাবে?
আগেই এমন কিছু করেছেন কিনা বা করা আছে কিনা চেক করে নিন। সহজ পথ
1. Login Facebook > Setting > app 2. Select apps যা দেখাবে। যেমন আমার আর নিচে ইউজড ১ দেখাচ্ছে। App name এ ক্লিক করুন……… আর————-
3. Select app – box in left এ টিক দিন
4. নিচের দিকে Click remove app করি ২ বার

# এখন এপ রিমুভ হয়ে গেছে আর ইউজড ০ শুন্য দেখাচ্ছে।
>> Tour my Blog <<

!!………….. আল্লাহ হাফেজ ………….!!