Site icon Trickbd.com

অাপনার Hack হওয়া Facebook অাইডি ফিরে পেতে…….

Unnamed

অনেকে আমাকে ফেসবুকে এবং আমার সাইটে মেসেজ দিয়েসেন কি ভাবে হেক হওয়া ফেসবুক আইডি ফিরিয়ে আনা যায় তাই এই টিউনটি শেয়ার করলাম।

বিসমিল্লাহির রাহমানির রাহীম।
অাসভাইমু অালাইকুম।
কেমন অাছেন।নিশ্চয়ই ভাল। যাঁদের
ফেসবুক অাইডি hack
হয়েছে তাঁরা নিশ্চয়ই ভাল নেই।
অাপনি কি অাপনার
অাইডি ফিরে পেতে চান।তবে নিচের
কয়েকটি ধাপ অনুসরণ করুন।
প্রথমে www.facebook.com/hacked “> এই লিংকে প্রবেশ
করুন।তারপর my
account compromised এ click করতে হবে।

তারপর ফোন নাম্বার, ইমেইল
কিংবা ইউজার নাম
দিয়েদিয়ে একাউন্টটি শনাক্ত করতে হবে।
ইমেইল কিংবা ইউজার নেম দিয়ে একাউন্ট
সার্চ এ ক্লিক করলে security check
optionএ captcha entry করতে হবে।এরপর
account নিবার্চন করে পুরনো passward
দিতে হবে।
এরপর নিরাপত্তা মুলক কিছু প্রশ্ন
জানতে চাওয়া হবে।কয়েকধাপে সেগুলোর
সঠিক তথ্য দিলে অাশা করা যায়
যে,অাপনার hack
হওয়া অাইডিটি ফিরে পাওয়া যাবে।
তবে ধাপগুলো সঠিকভাবে অনুসরন
করে তথ্যগুলো সঠিকভাবে দিতে হবে।
ভাল থাকবেন।উপকৃত হলে জানাবেন।
বুঝতে সমস্যা হলে টিউমেন্ট এ জানাবেন।
ভাল লাগলে শেয়ার করবেন।অাজ অার
নয়,দেখা হবে নতুন কোন টিউনে।অাল্লাহ
হাফিজ।

ভাল ভাল টিপস পেতে আমার সাইটে ঘুরে আসবেন 3GTune.Com

ফেসবুকে আমি